বাংলা হান্ট ডেস্ক: চাঁদ,মঙ্গল ও অন্যান্য গ্রহ নয় এবার সূর্যে মহাকাশযান পাঠাবে নাসা।সূর্যে মহাকাশযান পাঠানোর ঘটনা বিস্ময়কর। একটি সংবাদ মাধ্যম জানিয়েছেন আগামী বছরই সূর্য অভিযানে রোবোটিক মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছেন নাসা। সূর্যের ৬০ লক্ষ কিলোমিটার দূরত্বে প্রদক্ষিণ করে জ্বলন্ত সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কে সব রকম তথ্য সংগ্রহ করবে এই মহাকাশযানটি।
নাসা এই অভিযানের নাম দিয়েছে ‘সোলার প্রোব প্লাস’ মিশন। নাসার বিজ্ঞানী এরিক ক্রিস্টিয়ান বলেন, ‘সূর্যে এটি আমাদের প্রথম অভিযান হতে চলেছে’। তিনি আরও বলেন, ‘এই মহাকাশযানটি সূর্যের যতটা সম্ভব কাছে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে আনবে। এই মিশন থেকেই হয়তো আমরা জানতে পারব সূর্যের পৃষ্ঠের যাকে বলা হয় ফটোস্ফিয়ার সেটি এটমোসফেয়ার কোরোনার মতো উত্তপ্ত নয় কেন?’
ক্রিস্টিয়ান বলেন,সূর্য অভিযানে বিজ্ঞানীরা আরো জানতে চান সোলার উইন্ডের গতি এত বেশি হয় কিভাবে। তাছাড়া সূর্যের পৃষ্ঠদেশ এর চেয়ে বায়ুমণ্ডল এত বেশি উত্তপ্ত হয় কেন এটি একটি রহস্য।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার