মহাকাশচারীদের জন্য ১৭৪ কোটি টাকা খরচ করে টয়লেট বানাল নাসা, ভিডিওতে দেখুন এর বিশেষত্ব

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মার্কিন মহাকাশ সংস্থা নাসা (NASA) বিশেষ করে মহিলা মহাকাশচারীদের জন্য প্রায় 23 মিলিয়ন ডলার মূল্যের ইউনিভার্সাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম (Universal Waste Management System) নামক একটি টয়লেট তৈরি করেছে । ভারতীয় মুদ্রায় তার দাম প্রায় 174 কোটি টাকা ।

নাসা এই টয়লেটটি তৈরি করতে প্রায় 6 বছর সময় নিয়েছে এবং সেপ্টেম্বরের মধ্যে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। গত কয়েক বছরে মহিলা মহাকাশচারীর সংখ্যা অনেক বেড়ে গেছে, পুরনো টয়লেটের কারনে মহিলা মহাকাশচারীদের অসুবিধা হচ্ছিলো । এই কারনেই নাসা রিসার্চ করে নতুন প্রযুক্তিতে এক বিশেষ টয়লেট বানিয়েছে যা মহিলা ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবে ।

এতদিন নাসা যে টয়লেট ব্যবহার করতো তার নাম মাইক্রোগ্র্যাভিটি (Microgravity) টয়লেট,এটিতে মলের পুনর্ব্যবহার করা হতো । কিন্তু এখন নতুন প্রযুক্তিতে নির্মিত
টয়লেটে ফানেল-ফাংশন সিস্টেম থাকবে, যাতে মহাকাশচারীদের আরও কিছুটা সুবিধা হবে ।পুরানো টয়লেটের থেকে নতুন টয়লেটটির ওজন কম এবং কম জায়গা দখল করে। এটিতে ইউরিন ট্রিটমেন্টের সুবিধা রয়েছে এবং টয়লেটে বসে মহাকাশচারীদের পা আটকানোর জায়গাও থাকবে।

তথ্য মতে, মহাকাশ কেন্দ্র ছাড়াও এই টয়লেটটি রকেট বা মহাকাশযানেও ব্যবহার করা যেতে পারে এবং এও জানা গেছে যে নাসা 2024 সালে এটিকে মুন মিশন আর্টেমিসে প্রেরণ করবে।

 

X