এ কী দৃশ্য ভারতে! উজ্জ্বল সাদাকে ঘিরে আছে নীলাভ আলোর তরঙ্গ! NASA ক্যামেরায় বিরল মুহূর্ত

বাংলাহান্ট ডেস্ক : অনেকেই রয়েছেন যারা রাতের পর রাত শুধুমাত্র আকাশের দিকে তাকিয়ে কাটিয়ে দেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিজ্ঞানী না হলেও, রাতের আকাশ দেখতে পছন্দ করেন। চাঁদ-তারা-ধুমকেতু ইত্যাদি বিষয়ে অনেকের কৌতুহল থাকে চোখে পড়ার মতো। গোটা বিশ্বজুড়ে এমন মহাকাশ অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।

ভারতের আকাশের বিরল ছবি ক্যামেরাবন্দি করল NASA

আমেরিকার স্পেস সংস্থা নাসা (NASA) এই ধরনের মহাকাশপ্রেমী মানুষদের কথা ভেবে মাঝেমধ্যেই নিয়ে আসে মহাজাগতিক বিভিন্ন ছবি। মহাকাশে আবিষ্কৃত নতুন গ্রহ-নক্ষত্র থেকে শুরু করে নীহারিকা, নাসা মাঝেমধ্যেই সেইসব ছবি প্রকাশ করে সাধারণ মানুষের জন্য। তবে এবার নাসা (National Aeronautics and Space Administration) মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুলে সবাইকে চমকে দিয়েছে।

আরোও পড়ুন : শুরু ৬০০০ টাকা দিয়েই!আজ কোটিপতি YouTube’র এই শিক্ষিকা! কীভাবে সফল হলেন হিমাংশি?

বিশেষ করে ভারতের বাসিন্দাদের (India)। এর আগেও মহাকাশ থেকে নাসা (NASA) পৃথিবীর উপরিভাগের ছবি, মহাসাগর বা সবুজ অরণ্যের দৃশ্য প্রকাশ করেছে। তবে এবার নাসা যে ছবি প্রকাশ করেছে তা অন্যগুলির থেকে অনেকটাই ভিন্ন। আকাশ ভেদ করে ভারতের দিকে নেমে আসা বজ্রপাতের ছবি ক্যামেরাবন্দি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে নাসা (NASA)।

আরোও পড়ুন : ফুলেফেঁপে উঠবে লক্ষ্মী ভান্ডার! নামমাত্র বিনিয়োগেই লাখপতি হওয়ার সুবর্ণ সুযোগ

সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট করেন নাসার জ্যোতির্বিজ্ঞানী ম্যাথু ডমিনিক। তারপর আগুনের বেগে সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। জ্যোতির্বিজ্ঞানী ম্যাথু ডমিনিক বর্তমানে রয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখান থেকেই তোলা হয়েছে এই ছবিটি। ম্যাথুর এক্স হ্যান্ডেলে (Twitter) আপলোড করা হয়েছে সেই ছবিটি। 

সেখানে লেখা হয়েছে, ‘ভারতে রাতের আকাশে বজ্রপাত। বজ্রপাতের ছবি তুলতে গিয়ে বার্স্ট মোড চালু করেছিলাম আমি, যাতে সেটিকে ক্যামেরাবন্দি করতে পারি। ফ্রেমের একেবারে মাঝামাঝি অবস্থানে বন্দি হয়ে যায় বজ্রপাতের মুহূর্তটি। আলাদা করে আর কাটতে হয়নি’। নাসার (NASA) জ্যোতির্বিজ্ঞানীর তোলা ছবিটিতে দেখা যাচ্ছে, অন্ধকারের বুক চিরে উজ্জ্বল নীলাভ আলোর এক অপূর্ব রূপ।

nasa tracks mysterious object exiting the milky way

নীলাভ আলোর তরঙ্গ ঘিরে রয়েছে মাঝখানের উজ্জ্বল সাদা আলোকছটাকে। ১৭ আগস্ট এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর বেশ ভাইরাল হয়। ১৮ তারিখের মধ্যে প্রায় ১০ লক্ষ মানুষ ‘লাইক’ করেন এই ছবিটি। অনেকেই এই ছবিটি দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন। বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন এই ধরনের দৃশ্য তারা আগে কখনো দেখেননি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর