বিরাট কারনামা করে দেখাল NASA-র রোভার! মঙ্গল গ্রহে মিলল “গুপ্তধন”, চমকে গেলেন বিজ্ঞানীরাও

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গল (Mars) গ্রহে প্রাণের সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয়ে বেশ কয়েক বছর ধরে বিজ্ঞানীরা গভীর গবেষণা করেছেন। শুধু তাই নয়, প্রতিকূল পরিস্থিতির বিষয়টি মাথায় রেখেই সেখানে প্রাণের সম্ভাবনার বিষয়ে অনুসন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। ঠিক এই আবহেই এবার একটি দুর্দান্ত আবিষ্কার করল NASA-র রোভার। এটি সম্পর্কে জানার পর অবাক হয়েছেন প্রত্যেকেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই রোভারটি ভুলবশত একটি পাথরের ওপর উঠে গিয়েছিল। যার ফলে ওই পাথরে ফাটল তৈরি হয়। এমতাবস্থায়, বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনার জেরেই বিরল গুপ্তধনের সন্ধান মিলতে পারে।

মঙ্গল (Mars) গ্রহে মিলল বিরাট গুপ্তধন:

প্রসঙ্গত উল্লেখ্য যে, NASA-র কিউরিওসিটি মার্স রোভার লাল গ্রহে দুর্লভ ক্রিস্টাল আবিষ্কার করেছে। গত মে মাসে, ওই রোভারটি সেখানে অনুসন্ধানের সময়ে একটি ছোট পাথরের ওপর দিয়ে দৌড়ে গিয়েছিল। সেই সময়ে সেখানে ফাটল দেখা যায় এবং NASA-র বিজ্ঞানীরা জানিয়েছেন যে, ওই চূর্ণ পাথরের অভ্যন্তরে বিরল হলুদ ক্রিস্টাল পরিলক্ষিত হয়। যা বিশুদ্ধ সালফার দিয়ে তৈরি। এদিকে, এর আগে বিশুদ্ধ সালফার মঙ্গলে (Mars) কখনও পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তাঁরা।

NASA scientists find "treasure" on Mars.

বিজ্ঞানীরা ভেবেছিলেন যে, সালফার লালগ্রহের কোথাও উপস্থিত থাকতে পারে। কিন্তু সেটি যে ভূপৃষ্ঠের পাথরের ভেতরে খুঁজে পাওয়া যাবে তা ভাবতে পারেননি তাঁরা। বিষয়টির পরিপ্রেক্ষিতে কিউরিওসিটি রোভার বিজ্ঞানী অশ্বিন বাসবদা স্পেস ডটকমকে জানিয়েছেন, “বিশুদ্ধ সালফার দিয়ে তৈরি পাথরের ক্ষেত্র মঙ্গলে (Mars) খুঁজে পাওয়া মরুভূমিতে একটি মরুদ্যান খুঁজে পাওয়ার মতো। এটি সেখানে থাকা উচিত নয়। তাই এখন আমাদের এটি ব্যাখ্যা করতে হবে।”

আরও পড়ুন: গৌতম মোটেও নন “গম্ভীর”, প্র্যাকটিস সেশনে মন জিতলেন নতুন কোচ, দলের এই খেলোয়াড়দের খুলবে ভাগ্য

এদিকে, বিজ্ঞানীরা মনে করছেন যে, সেখানে আশেপাশের শিলাগুলিতেও সালফার রয়েছে। যা সংশ্লিষ্ট স্থানটিকে আরও স্টাডির জন্য একটি আগ্রহের ক্ষেত্র করে তুলেছে। অশ্বিন বাসবদা জানান, “অদ্ভুত এবং অপ্রত্যাশিত জিনিসগুলি আবিষ্কার করা গ্রহের অনুসন্ধানকে উত্তেজনাপূর্ণ করে তোলে।” প্রসঙ্গত উল্লেখ্য যে, ওই রোভারটি গত কয়েক মাস ধরে গেডিজ ভ্যালিস চ্যানেলের স্টাডি করছে। এটি মঙ্গল (Mars) গ্রহে মানুষের বসতি স্থাপনের ভবিষ্যত প্রচেষ্টার ক্ষেত্রে ইতিবাচক সাহায্য করবে।

আরও পড়ুন: “বাংলায় শরণার্থীদের আশ্রয় দেওয়া হবে”, মমতার কথায় চটে লাল বাংলাদেশ! নেওয়া হল বিরাট অ্যাকশন

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সালফার পৃথিবীতে জীবনধারণের প্রধান উপাদানগুলির মধ্যে অন্যতম একটি। এমন পরিস্থিতিতে মঙ্গলে (Mars) এখনও সালফার না পাওয়ায় এটি বিজ্ঞানীদের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এখন এভাবে সালফারের উপস্থিতি জানার পর সেটি বিজ্ঞানীদের কাছে রীতিমতো “বিরল গুপ্তধন” হিসেবে বিবেচিত হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর