মঙ্গলের সবচেয়ে কাছ থেকে তোলা ছবি প্রকাশ করলো নাসা ! দেখুন সেই ছবি ..

বাংলাহান্ট ডেস্কঃ চন্দ্র অভিযানের পর পৃথিবীর মহাকাশচারীদের পরের লক্ষ্য মঙ্গল (mars)। ইতিমধ্যেই লাল গ্রহের উদ্দেশ্যে বেশ কয়েকটি মহাকাশ যান পাঠিয়েছে নাসা। সেই মহাকাশ যানে পাঠানো যন্ত্রগুলি থেকে অনবরত ছবি ও তথ্য পাঠানো হচ্ছে পৃথিবীর বিজ্ঞানীদের। এবার সেরকমই কয়েকটি রঙিন ছবি নেটজনতার সাথে ভাগ করে নিল নাসা(NASA)। আর ভাগ করার সাথে সাথেই ভাইরাল (viral) হল ছবিগুলি।

20200814 164525

আজ থেকে ১৫ বছর আগে নাসা লাল গ্রহের উদ্দেশ্যে Mars Reconnaissance orbiter নামের একটি উপগ্রহ পাঠিয়েছিল। যার কাজ ছিল এই গ্রহের জলবায়ু, খনিজ ও অন্যান্য তথ্য পৃথিবীর বিজ্ঞানীদের কাছে পাঠানো। পাঠানোর পর থেকেই এই যন্ত্রের তোলা একের পর এক ছবি বিজ্ঞানীমহলে সাড়া ফেলে।

images 98 1

জানা গিয়েছে, এই অরবিটার তিনটি ক্যামেরা দিয়ে অনবরত লাল গ্রহের ছবি তোলে। যাদের মধ্যে একটি হল হাইরাইজ (HiRISE)।  এই যন্ত্রটি জুম করে মঙ্গলের পৃষ্ঠদেশের সূক্ষ ও রঙিন ছবি নিতে সক্ষম। এই ছবি এখনো পর্যন্ত এই গ্রহের ধ্বস, ধূলিকনা ও একাধিক প্রাকৃতিক পরিবেশের ছবি তুলেছে।

images 99 2

শুধু ছবি তুলতেই নয় এই অরবিটার রোভার ও কিউরিওসিটির মত ছবি পাঠাতেও সক্ষম। পাশাপাশি এটি নিজেকে উল্টো করে পৃথিবী ও ফোবোস এর ছবিও নিতে পারে। জানিয়ে রাখি, মঙ্গলের দুটি উপগ্রহের মধ্যে একটি হল এই ফোবোস।

20200814 154158

এখনো পর্যন্ত এই হাইরাইজ প্রায় ৬৯ লাখ ছবি পাঠিয়েছে নাসাকে। যার আয়তন ১৯৪ টিবি (টেরাবাইট) এর বেশী। নাসা ও অ্যাআরিজোনা বিশ্ববিদ্যালয় যৌথভাবে  লাল গ্রহের ছবি দেখার জন্য সাধারণ মানুষকে সুযোগ করে দিয়েছে। এর জন্য শুধু uahirise.org তে খুলতে হবে একাউন্ট।

সম্পর্কিত খবর