ফের তৈরি হবে নজির! চলতি মাসেই মহাকাশে হাঁটবেন সুনীতা, সামনে এল দিনক্ষণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই নাসা জানায়, আগামী ফেব্রুয়ারি মাসেও পৃথিবীতে ফিরতে পারবেন না সুনীতারা (Sunita Williams)। এই ভারতীয় বংশদ্ভুত মহাকাশচারীকে নিয়ে যখন গোটা বিশ্ব চিন্তিত, তখন মহাকাশে নতুন কিছুর প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুনীতা। ২০২৫ সালের প্রথম স্পেস ওয়াকের (Space Walk) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

সুনীতা উইলিয়ামসের (Sunita Williams) স্পেস ওয়াকের প্রস্তুতি

জানা গেছে, আগামী ১৬ ই জানুয়ারি সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহকর্মী নিক হগ স্পেস ওয়াক করবেন মহাকাশে। সকাল ৭ টায় শুরু হওয়া এই স্পেস ওয়াক চলবে প্রায় ৬ ঘণ্টা ধরে। শুধু ১৬ তারিখ নয়, তারপর আগামী ২৩ জানুয়ারি দ্বিতীয়বারের জন্য মহাকাশ ‘পদচারণায়’ বের হবেন সুনীতা ও নিক হগ।

NASA update for Sunita Williams.

নাসা জানিয়েছে, স্পেস ওয়াকের জন্য নিক পরবেন বিশেষ লাল স্ট্রাইপ সুট ও সুনীতা পরবেন রেগুলার সুট। জানা যাচ্ছে, স্পেস স্টেশনের বাইরে বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা ও টেলিস্কোপ মেরামতের জন্যই এই স্পেস ওয়াক করতে চলেছেন সুনীত। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (International Space Station) গত প্রায় ছয় মাস ধরে মহাকাশযাপন করছেন সুনীতা ও নিক।

আরোও পড়ুন : DVC-র জল ছাড়া বিতর্কে মামলা! অধীরকে কলকাতা হাইকোর্ট বলল, ‘আপনি এর আগেও…’

আগামী ফেব্রুয়ারি মাসে তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা থাকলেও নাসা (NASA) জানিয়ে দিয়েছে তা হচ্ছে না। সুনীতাদের পৃথিবীতে ফিরতে লেগে যেতে পারে আরো কয়েক মাস। পৃথিবীতে ফিরে আসার আগে বেশ কিছু প্রস্তুতি নিতে হবে মহাকাশচারীদের (Astronaut)।

NASA update for Sunita Williams

দীর্ঘদিন স্পেস স্টেশনে থাকার ফলে মাধ্যাকর্ষণ শক্তি প্রায় হারিয়ে ফেলেন মহাকাশচারীরা। এছাড়াও পরিবর্তন আসে হার্ট, লিভার, কিডনিসহ শরীরের একাধিক অঙ্গে। স্পেস স্টেশন থেকে তোলা সুনীতার রুগ্ন ছবি দেখে অনেকেই চিন্তিত। যদিও সুনীতা জানিয়েছেন, সেখানে বেশ ভালই আছেন তিনি ও তাঁর সহযোগী নিক।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X