ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়া নিয়ে ভারতের পাশে নাসির হোসেন, দিলেন বড় বয়ান

বাংলা হান্ট ডেস্কঃ ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট করোনার কারণে বাতিল হওয়ার পর থেকেই ইংল্যান্ডের একাধিক প্রাক্তন ক্রিকেটার এবং ইংরেজ মিডিয়া লাগাতার আইপিএলকে দায়ী করে চলেছেন। বিশেষত প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন তো মনে করেন, এটা ইংল্যান্ডের আত্মমর্যাদায় আঘাত, শুধু তাই নয় আইপিএলের কারণেই যে ভারত সফর বাতিল করেছে একথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। ভনের এই বক্তব্যে যোগ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার হারমিসনও। এবার কার্যত তাদের এই একমুখী বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক নাসির হোসেন।

ডেইলি মেইলে নিজের কলাম লিখতে গিয়ে নাসির লেখেন, শুক্রবার ম্যানচেস্টার টেস্টের ঠিক আগে যে সমস্ত নজিরবিহীন ঘটনা ঘটেছিল তা চলাকালীন সবথেকে দুঃখ পেয়েছিলাম আমাদের ক্রীড়ামহলের থেকে। সেই সমস্ত মানুষ যারা সম্মানীয় এবং খেলার প্রশংসক তারাই ম্যানচেস্টার টেস্ট বাতিলের জন্য ভারতকে দায়ী করেছেন। কিন্তু আমার মতে এর জন্য ভারত দায়ী ছিল না এর জন্য দায়ী ব্যস্ত সিডিউল। তিনি আরও লেখেন “বাতিল হওয়া টেস্টটি হাজার হাজার দর্শকদের উপর প্রভাব ফেলবে যারা দুটি ভাল দলের মধ্যে সিরিজ দেখতে ম্যানচেস্টারে এসেছিল।”

তবে একই সঙ্গে এর জন্য আইপিএল দায়ী বলে যে দাবি তুলতে শুরু করেছেন অন্যান্য প্রাক্তন ইংরেজি ক্রিকেটাররা তাও খন্ডন করেছেন তিনি। তিনি জানান, ম্যানচেস্টার টেস্টের চারদিন পর আইপিএল শুরু হওয়ার কথা ছিল তাই কোনভাবেই আইপিএল এর জন্য দায়ী নয়। কিন্তু মনে রাখতে হবে ম্যানচেস্টার টেস্ট রিসিডিউল করা সহজ কাজ ছিল না। তিনি লেখেন, পঞ্চম টেস্টের নির্ধারিত সমাপ্তির ঠিক চার দিন পর আইপিএল শুরু হওয়ার কথা ছিল, ফলে ম্যাচটি রিসিডিউল করা অসম্ভব হয়ে পড়েছিল।”

IMG 20210902 230146

প্রসঙ্গত উল্লেখ্য, কার্যত শুরু থেকেই একের পর এক ইংরেজ ক্রিকেটার যখন ভারতের বিরুদ্ধে বয়ান দিয়ে আসছেন, নিরপেক্ষ মতামত তুলে ধরেছিলেন নাসির এবং কেভিন পিটারসনই। এর আগেই সেই কেভিন পিটারসনও ইংল্যান্ডকে মনে করিয়ে দিয়েছিলেন কোন পরিস্থিতিতে তারা করোনার ভয়ে সাউথ আফ্রিকা সফর বাতিল করেছিল। শুধু তাই নয় তাঁর জন্যে যথেষ্ট ক্ষতি ও সহ্য করতে হয়েছিল সাউথ আফ্রিকান ক্রিকেটকে। এবার কার্যত ভারতের পক্ষ নিয়ে কথা বললেন নাসির হোসেনও।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর