অসুস্থ নাসিরুদ্দিন শাহ, নিউমোনিয়া নিয়ে ভর্তি হাসপাতালে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক খারাপ খবর বিনোদন জগতে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (naseeruddin shah)। নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছেন তিনি। অবস্থা বেশ গুরুতর বলেই শোনা যাচ্ছে। মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর পরিবারসূত্রে।

নিউমোনিয়াতে আক্রান্ত নাসিরুদ্দিন। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। আপাতত চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসায় তিনি সাড়াও দিচ্ছেন বলে খবর হাসপাতাল সূত্রে। বুধবার সকালে মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশলের প্রয়াণের খবর প্রকাশ‍্যে আসার পরপরই নাসিরুদ্দিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে।

উল্লেখ‍্য, এর আগে একাধিকবার প্রবীণ অভিনেতার সম্পর্কে একাধিক খবর ছড়িয়েছে নেটদুনিয়ায়। কিন্তু প্রতিবারই জানা গিয়েছে খবরগুলি ভুয়ো। সুস্থ রয়েছেন অভিনেতা।দুর্ভাগ‍্যবশত এবারে নাসিরুদ্দিনের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সত‍্যি বেরোয়। অভিনেতার ম‍্যানেজারও এ খবরের সত‍্যতা স্বীকার করেছেন।

সংবাদ মাধ‍্যমকে তিনি জানান, মঙ্গলবার মুম্বইয়ের খার এলাকার হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে নাসিরুদ্দিনকে। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। নিউমোনিয়া ধরা পড়েছে তাঁর। ফুসফুসে সংক্রমণ পেয়েছেন চিটিৎসকরা যে জন‍্য তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা জরুরি ছিল। এখন স্থিতিশীল রয়েছেন অভিনেতা। চিকিৎসায় ভাল সাড়াও দিচ্ছেন তিনি।

প্রসঙ্গত, গত বছরেও মে মাস নাগাদ খবর ছড়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাসিরুদ্দিন। খবর ছড়াতেই শোরগোল পড়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়। তারপর অভিনেতার ছেলে জানান, খবর ভুয়ো। সুস্থ রয়েছেন নাসিরুদ্দিন।

নাসিরুদ্দিনের ছেলে ভিভান শাহ নিজের টুইটার হ‍্যান্ডেলে অভিনেতার সুস্থ থাকার খবর জানিয়ে লেখেন, ‘বাবা সুস্থ আছেন। ওনার অসুস্থতা নিয়ে যা রটেছে সবই মিথ‍্যে। ইরফান ভাই ও চিন্টু জির আত্মার শান্তি কামনা করি। ওনাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই ক্ষতি অপূরণীয়।’ ভিভানের পাশাপাশি অভিনেতার ভাইঝিও বিষয়টি নিয়ে সরব হন। এইসব গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি জানান, মুম্বইয়ের বাড়িতে স্ত্রী রত্না পাঠক শাহের সঙ্গে রয়েছেন নাসিরুদ্দিন। তিনি সুস্থ আছেন।

X