বাংলাহান্ট ডেস্ক: বাংলায় উপনির্বাচন শুরুর আগে থেকেই ঘটনার ঘনঘটায় ভরা রাজ্য রাজনীতি। দুদিন আগেই বর্ষীয়ান অভিনেতা নাসিরূদ্দিন শাহের (Nasiruddin Shah) স্ত্রী রত্না পাঠক শাহ (Ratna Pathak Shah) ভোট চেয়েছিলেন বালিগঞ্জ বিধানসভা নির্বাচনের বাম প্রার্থী সায়রা শাহ হালিমের জন্য। তবে এবার আর স্ত্রী একা নয়। মাঠে নেমে পড়লেন খোদ নাসিরুদ্দিন। ভিডিও বার্তা শেয়ার করে তিনিও আর্জি জানিয়েছেন সায়রাকে ভোট দেওয়ার জন্য।
সম্পর্কে সায়রা শাহ হালিম নাসিরের ভাইঝি হন। তাই ভিডিও বার্তায় অভিনেতার বক্তব্য, কোনো রাজনৈতিক দলের সদস্য হিসাবে এই বার্তা তিনি দিচ্ছেন না। বরং একজন ব্যক্তি হিসাবে আর্জি জানাচ্ছেন সায়রাকে ভোট দিয়ে জিতিয়ে আনার জন্য।
অভিনেতা বলেন, সায়রা তাঁর ভাইয়ের মেয়ে। তাই ছোট থেকেই চেনেন তিনি। সায়রা বরাবরই সৎ ও সাহসী। ভাইঝির স্বামী ফুয়াদ হালিমের প্রশংসা করেও নাসিরুদ্দিন বলেন, ওরা দুজনেই সঙ্গে দরিদ্র মানুষদের জন্য ডায়ালিসিস ক্লিনিক চালাচ্ছেন।
অভিনেতার কথায়, বালিগঞ্জের মানুষ ভালভাবেই জানেন ভোটটা কাকে দেওয়া উচিত। যিনি বারংবার রঙ বদলান না, সুযোগসন্ধানী না এবং সমাজে বিদ্বেষও ছড়ান না। মূল্যবান ভোটটা তাকেই দেওয়া উচিত বলে মন্তব্য করেন নাসিরুদ্দিন।
#NaseerUddinShah appeals to the voters of #ballygungeConstituency to #vote4SairaShahHalim pic.twitter.com/KzcYglWRo2
— Saira Shah Halim সায়রা سائرہ (@sairashahhalim) April 4, 2022
গত শনিবার বিশেষ ভিডিও বার্তায় সায়রার হয়ে ভোট প্রার্থনা করেন রত্না। বরাবর বিজেপি বিরোধী মতামতের জন্য পরিচিত অভিনেত্রী এদিন বলেন, গত কয়েক বছর ধরে হিংসা ও ঘৃণার রাজনীতি গোটা দেশে ছড়িয়ে পড়েছে। দেশের ভবিষ্যতের জন্য যা খুবই চিন্তার। এখন নির্বাচনে দাঁড়ানো হয় ব্যক্তিগত লাভের জন্য।
কিন্তু সায়রা শাহ হালিম এই প্রথম নির্বাচনে দাঁড়ালেন। রত্না বলেন, সায়রা পরিশ্রমী এবং কর্মোদ্যোগী। তিনি যাতে বিধানসভায় গিয়ে যুবসমাজে বদল আনতে পারেন তার জন্য সকলকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন নাসির পত্নি। সায়রাকে ভবিষ্যতের আশা বলেও দাবি করেছেন রত্না পাঠক।