ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে শুরু করেছে টি নটরাজনের, উমেশের পরিবর্তে টেস্ট দলে নটরাজন

বাংলা হান্ট ডেস্কঃ পায়ের পেশিতে চোট পাওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতীয় পেশার উমেশ যাদব (Umesh Yadav)। একদিকে যখন শেষ দুটি টেস্ট থেকে ছিটকে গেলেন উমেশ যাদব অপরদিকে ভাগ্যের চাকা করতে শুরু করল ভারতের আরেক পেসার টি নটরাজনের। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করার নিরিখে উমেশ যাদবের পরিবর্ত হিসেবে ভারতীয় দলে যুক্ত হলেন টি নটরাজন।

আগেই চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য বোলার মহম্মদ সামি। মহম্মদ সামির পরিবর্তে দলে যোগ দিয়েছেন শার্দুল ঠাকুর। এবার চোট পেয়ে ছিটকে গেলেন উমেশ যাদব। উমেশের পরিবর্তে দলে যুক্ত হলেন টি নটরাজন। তবে আগামী তৃতীয় টেস্টে সিডনিতে টি নটরাজনের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ নটরাজন ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এছাড়াও নটরাজন একজন বাঁহাতি পেসার হওয়ায় এই টেস্টে নটরাজনের খেলার সম্ভাবনা প্রবল। কারণ ভারতের কোন বাঁহাতি পেসার নেই, তাই নটরাজনের মত একজন বাঁহাতি পেসার দলে থাকলে তা ভারতের জন্যই সুবিধাজনক।

https://twitter.com/BCCI/status/1344925524318068738?s=20

উমেশের চোট প্রসঙ্গে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন আচমকায় বাঁ পায়ের পেশিতে চোট পান উমেশ যাদব। উমেশের সুস্থ হয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগবে যার কারণে তৃতীয় এবং চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন উমেশ। আর তাই উমেশের পরিবর্তে দলে নেওয়া হল আইপিএল এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা টি নটরাজনকে।

Udayan Biswas

সম্পর্কিত খবর