চারবার প্রপোজের পর রাজি হন নাতাশা, বিয়ের আগেই হবু স্ত্রীর সঙ্গে লিভ ইন করতে চান বরুন!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বরুণ ধাওয়ান (varun dhawan) ও নাতাশা দালালের (natasha dalal) সম্পর্কের বিষয়ে সকলেই অবগত। প্রখ‍্যাত পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ বলিউডের প্রথম সারির তারকা হলেও নাতাশা অভিনয় ইন্ডাস্ট্রির নন। তিনি একজন ফ‍্যাশন ডিজাইনার। এহেন বরুন নাতাশার প্রেম নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই।

তবে নিজেদের সম্পর্কটা কোনোদিনই লোকচক্ষুর আড়ালে রাখেননি বরুন। সম্প্রতি নিজের সম্পর্ক নিয়ে আরো খুল্লমখুল্লা কথা বলতে শোনা গেল তাঁকে। করিনা কাপুর খানের রেডিও শো ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ এর সাম্প্রতিক এপিসোডে অতিথি হিসাবে এসেছিলেন বরুন।

Prabhatkhabar 2020 12 0f859820 ca01 471e abf4 2a8a82b5dff3 natasha
সেখানেই নাতাশার সঙ্গে প্রথম দেখা হওয়া থেকে শুরু করে আরো অনেক কিছুই ফাঁস করেন অভিনেতা। নাতাশা কার্যত তাঁর ‘ছোটবেলার প্রেম’। স্কুলে পড়াকালীন ক্লাস সিক্সে থাকতেই নাতাশার সঙ্গে প্রথম দেখা হয় তাঁর। বরুন জানান, মানেকজি কুপার স্কুলে পড়তেন তাঁরা দুজনে।

লাঞ্চ ব্রেকের সময় স্কুলের বাস্কেটবল কোর্টে নাতাশাকে প্রথম দেখেন বরুন। নাতাশার হাঁটা দেখেই নাকি প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। তবে ডেট তখনি শুরু করেননি তাঁরা। এমনকি চারবার অভিনেতার প্রেম প্রস্তাবও ফিরিয়ে দেন নাতাশা। কিন্তু দমেননি বরুন‌।

অভিনেতা আরো জানান, অনেকদিন থেকেই নাতাশার সঙ্গে লিভ ইন করার ইচ্ছা রয়েছে তাঁর। কিন্তু নাতাশার বাড়িতে সবাই রাজি হলেও বেঁকে।বসেছেন বরুনের পরিবার। অবশ‍্য বাগদান ইতিমধ‍্যেই হয়ে গিয়েছে দুজনের। শোনা গিয়েছিল, করোনার জন‍্যই নাকি বিয়েটা পিছিয়ে দিয়েছেন বরুন।

Niranjana Nag

সম্পর্কিত খবর