বাধ্যতামূলক গাইতে হবে জাতীয় সংগীত, যোগীরাজ্যের সব মাদ্রাসায় ঐতিহাসিক নিয়ম লাগু

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশে দ্বিতীয়বার সরকার গঠন করার পর যোগী আদিত্যনাথ সরকার এক নতুন নিয়মের ঘোষণা করল। এই নিয়মটি যে বেশ তাৎপর্যপূর্ণ সেদিকেই মত বিশেষজ্ঞদের। নতুন নিয়ম অনুযায়ী, উত্তরপ্রদেশের সকল মাদ্রাসা গুলিতে ক্লাস শুরুর আগে জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ফলে এবার থেকে পঠন-পাঠন শুরু হবার পূর্বে সকলকে জাতীয় সংগীত গাইতে হবে।

এছাড়াও টেট-এর আদলে মাদ্রাসা গুলিতেও শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা নেওয়া হবে। বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা পরিষদের চেয়ারম্যান এক সভায় এই সিদ্ধান্ত নেন। তিনি জানান যে, মে মাসের 14 থেকে 27 তারিখে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হবে এবং এই পরীক্ষায় প্রথম থেকে অষ্টম শ্রেণির সিলেবাস এ হিন্দি, ইংরেজি, বিজ্ঞান, গণিত এবং সামাজিক বিজ্ঞান-এর মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হবে। এই নির্দেশটিও যে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, সে বিষয়ে মত উত্তরপ্রদেশ রাজ্যের অধিকাংশ মানুষের। এই সভায় আরো একাধিক বিষয়ে আলোচনা হয়।

পরিষদের চেয়ারম্যান ডা: জাভেদ বলেন, বোর্ডের রেজিস্টার খুব তাড়াতাড়ি শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা নিয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠাবে। এদিন এই সভায় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য কমর আলী, ডা: ইমরান আহমেদ, আসাদ হোসেন এবং বোর্ডের রেজিস্টার মি: পান্ডে। এদিনের সভায় জানানো হয়, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সংখ্যা আগের চেয়ে তুলনায় অনেক কমেছে এবং এ বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া একাধিক বিষয়ে এদিন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জাতীয় সংগীত গাওয়ার ব্যাপারটি যে বর্তমানে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তা বলা যায়।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর