বাবরি মসজিদ থেকে অযোধ্যা, বাদ সব! NCERT’র নতুন বই নিয়ে তুঙ্গে বিতর্ক

   

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার কোপ পড়ল ইতিহাসের উপর। পাঠ্য বই থেকে মুছে দেওয়া হল বাবরি মসজিদের নাম। বদলে দেওয়া হল অযোধ্যার ইতিহাস।  কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)-র (National Council of Educational Research and Training) দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের নতুন সংস্করণ এল।

বাজারে আসতে দেখা গেল অযোধ্যার ইতিহাস চার পাতার বদলে সংক্ষিপ্ত করে দু পাতায় নিয়ে আসা হয়েছে। NCERT এর এই পরিবর্তনে শুরু হয়েছে বিতর্ক। NCERT-র দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের নয়া সংস্করণ বাজারে নিয়ে আসা হয় গত সপ্তাহে। নতুন এই সংস্করণে অযোধ্যা বিবাদের অধ্যায়টিতে নেই বাবরি মসজিদের নাম।

আরোও পড়ুন : ধর্ষণ কাণ্ডে নয়া মোড়, কে বুক করে দিয়েছিল দিল্লিতে হোটেল? নাম ফাঁস হতেই বিপদে রাজ্যপাল

নতুন সংস্করণে বাবরি মসজিদকে উল্লেখ করা হয়েছে ‘তিন গম্বুজ সম্বলিত নির্মাণ’ বলে। এছাড়াও বিজেপি গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যার উদ্দেশ্যে যে রথযাত্রা করেছিল তার উল্লেখও নেই নতুন বইতে। করসেবকদের তাণ্ডবের কথাও নেই এই সংস্করণে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পরের দাঙ্গার ঘটনাও মুছে ফেলা হয়েছে বই থেকে।

Now the exam can be given by opening the book

একাধিক সূত্র দাবি করছিল, NCERT-র দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বইতে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। তবে কোন বিষয়ে কতটা সংশোধন করা হচ্ছে সেটি জানা যায়নি। তবে নতুন সংস্করণ বাজারে আসার পরেই জানা গেল ইতিহাস ‘সংস্করণ’ করা হয়েছে নতুন এই বইতে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর