উচ্চশিক্ষার জন্য ভীষণ প্রয়োজন ‘ABC আইডি’! কিন্তু কীভাবে বানাবেন ? সমস্যা এড়াতে দেখে রাখুন নিয়ম

বাংলাহান্ট ডেস্ক : UGC ‘NEP’ অর্থাৎ ‘ন্যাশনাল এডুকেশন পলিসি’ (National Education Policy) অনুযায়ী কলেজে ভর্তির ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম জারি করেছে। এর মধ্যে অন্যতম হল ABC আইডি অর্থাৎ একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস আইডি। উচ্চশিক্ষার একাধিক সুযোগ-সুবিধা পড়ুয়াদের প্রধান করা হবে ABC আইডি অর্থাৎ একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস আইডির মাধ্যমে।

ABC আইডি প্রয়োজন হবে যেকোনো কলেজে ভর্তির ক্ষেত্রে। যদি এই আইডি না থাকে তাহলে ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। ভারত সরকারের জাতীয় শিক্ষানীতির একটি অংশ এই এবিসি আইডি। কলেজে পড়াশোনা চলাকালীন পড়ুয়াদের বিভিন্ন অ্যাক্টিভিটির উপর নির্ভর করে স্কোর তৈরি করতে সাহায্য করবে এই আইডি।

   

আরোও পড়ুন : হাতে দশ দিন সময়, তারপরই আর হবে না আধার আপডেট! জানুন কি বলছে UIDAI

এই পরিকাঠামোয় পড়ুয়ার সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের সমস্ত স্কোর সঞ্চিত থাকবে। পরবর্তীকালে অন্য শিক্ষাকেন্দ্রে ভর্তির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় হবে এই স্কোর। পড়ুয়াদের এবিসি আইডি প্রদান করতে হবে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, ডিপ্লোমা, সার্টিফিকেট ওরিয়েন্টেড কোর্স ইত্যাদি সব ধরনের কোর্সে ভর্তির ক্ষেত্রে।

আরোও পড়ুন : প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা নরেন্দ্র মোদীর! নতুন পিএম কবে শপথ নেবেন?

এই আইডিতে পড়ুয়ার একাডেমিক স্কোর সংরক্ষিত থাকবে। যদি পড়ুয়াদের হঠাৎ কোনো কারণে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে হয় তাহলে এই আইডি থাকলে তার প্রভাব পড়বে না একাডেমিক ডিগ্রী বা প্রাপ্ত নম্বরের উপর। শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডেটা অ্যাক্সেস করা সম্ভব হবে একটি মাত্র ওয়েবসাইট থেকেই।

IMG 20240605 160612

কেন্দ্রীয় সরকারের একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট -এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এই আইডি তৈরি করা যাবে। এই ওয়েবসাইটে গিয়ে ‘মাই অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে ‘স্টুডেন্ট’ অপশন সিলেক্ট করে মোবাইল নম্বর, ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর নতুন ভাবে লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে ও জমা দিতে হবে সমস্ত নথি। ABC আইডি নম্বর অর্থাৎ কার্ড জেনারেট হলে সেটি ডাউনলোড করে নেওয়া যাবে ওয়েবসাইট থেকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর