NEET পরীক্ষায় পশ্চিমবঙ্গের জয়জয়কার! প্রথম কুড়িতে ঠাঁই পেল বাংলার তিন পড়ুয়া

বাংলাহান্ট ডেস্ক : প্রকাশিত হয়েছে সর্বভারতীয় NEET (National Eligibility cum Entrance Test) পরীক্ষার ফল। ফল প্রকাশের পর দেখা যাচ্ছে সর্বভারতীয়স্তরে প্রথম কুড়িজনের মধ্যে স্থান করে নিয়েছেন বাংলার তিনজন কৃতি পড়ুয়া। এই তিনজনের নম্বর রয়েছে ৭২০ থেকে ৭১৫ এর মধ্যে। সর্বভারতীয়স্তরে দ্বাদশ স্থানে থাকা সায়ন প্রধান এ রাজ্যে প্রথম স্থান অধিকারী।

NEET হল সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা। এই প্রবেশিকা পরীক্ষার এবার দুর্দান্ত ফল করেছেন বাংলার কৃতি ছাত্র-ছাত্রীরা।সর্বভারতীয়স্তরে প্রথম কুড়ি জনের মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলার তিনজন পড়ুয়া। এই তিনজন হলেন সায়ন প্রধান, শুভম ঝুনঝুনওয়ালা ও অনীশ বন্দ্যোপাধ্যায়। ৭২০ নম্বরের মধ্যে ৭১৫ নম্বর পেয়ে দেশের মধ্যে দ্বাদশ স্থান দখল করেছেন সায়ন।

   

বাংলায় তার স্থান প্রথম। কলকাতার ম্যুর অ্যাভিনিউ এর বাসিন্দা সায়ন ভবিষ্যতের কার্ডিওলজিস্ট হতে চায়। ছেলের সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি বাবা। সায়নের বাবা প্রবীর প্রধান জানিয়েছেন, আমরা খুব সাধারন বাড়ির লোক। প্রথমে বিশ্বাস হয়নি যে আমার ছেলে সর্বভারতীয় স্তরে এতো ভালো রেজাল্ট করতে পারে। স্বাভাবিকভাবেই খুব খুশি আমরা।

NEET পরীক্ষায় এই বছর ভারতে ৯৩ তম স্থান দখল করেছেন শুভম। শুভম জানিয়েছেন তিনি নিউরোলজিস্ট হতে চান। তার কথায়, ” আমার বাড়িতে কেউ চিকিৎসক নেই। দিদি আইনজীবী। পরিবার থেকে আমি প্রথম চিকিৎসক হতে চলেছি।” বাংলার এই জয়জয়কারের খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে।

After 5 years, TET examination is being held in the state

NEET এ ৩১৩ RANK করা অনীশ জানিয়েছেন, নিট এর জন্য কনসেপ্ট ক্লিয়ার করা খুবই প্রয়োজন। এছাড়াও এনসিআরটি যতটা সম্ভব রিভাইস করতে হবে। এই তিনজন ছাড়াও বাংলা থেকে আরো দুজন রয়েছেন সর্বভারতীয় স্তরে প্রথম কুড়ির মধ্যে। এনারা হলেন ভাস্কর কুমার ও অর্ণব পতি। এনারা প্রত্যেকেই ৭২০ এর মধ্যে ৭১৫ পেয়েছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর