জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় দক্ষিণী ঝড়, সেরা বাংলা ছবির জন‍্য পুরস্কার পেল ‘অভিযাত্রিক’

বাংলাহান্ট ডেস্ক: ২২ জুলাই, শুক্রবার ঘোষনা করা হল ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Awards) প্রাপকদের তালিকা। ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় রয়েছে বেশ জনপ্রিয় সব সিনেমা এবং অভিনেতা, অভিনেত্রীদের নাম। সেরা অভিনেতার সম্মান ছিনিয়ে নিয়েছেন অজয় দেবগণ (Ajay Devgan)। বাংলা থেকে জাতীয় পুরস্কার এসেছে ‘অভিযাত্রিক’ ছবির ঝুলিতে।

ছবি নির্মাতা বিপুল শাহের নেতৃত্বে ১০ জন জুরি সদস‍্য পুরস্কার প্রাপকদের তালিকা তুলে দিয়েছে কেন্দ্রীয় তথ‍্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে। এ বছরে সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে তামিল ছবি সুররাই পোত্রু। এই ছবির জন‍্য সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন সুরিয়া এবং তানাজি: দ‍্য আনসাং ওয়ারিয়ার ছবির জন‍্য অজয় দেবগণ।

tanhaji ajay 1
সুরারাই পোত্রুর জন‍্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অপর্ণা বালামুরালি। সম্পূর্ণ বিনোদনের জন‍্য সেরা জনপ্রিয় ছবির সম্মান পেয়েছেন তানাজি: দ‍্য আনসাং ওয়ারিয়ার। সেরা বাংলা ছবির জন‍্য জাতীয় পুরস্কার পেয়েছে অভিযাত্রিক। এই ছবিতে সেরা সিনেম‍্যাটোগ্রাফির জন‍্য পুরস্কার পেয়েছেন সুপ্রতিম ভোল। নন ফিচার ফিল্মে সামাজিক বিষয় নিয়ে তৈরি বাংলা ছবি ‘থ্রি সিস্টারস’ ও পেয়েছে জাতীয় পুরস্কার।

তামিল ছবি সুরারাই পোত্রু এ বছর বেশ কয়েকটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। তানাজিও পেয়েছে বেশ কয়েকটি পুরস্কার। তবে এ বছরের সেরাদের তালিকা থেকে একটি বিষয় সুস্পষ্ট। এবারে জাতীয় পুরস্কারের তালিকায় হিন্দি বা অন‍্যান‍্য আঞ্চলিক ভাষার তুলনায় দক্ষিণী ভাষাগুলির দাপট বেশি।

Abhijatrik
শুধু দর্শকদের মুগ্ধ করে পকেট ভারী করেনি দক্ষিণী ইন্ডাস্ট্রি। নজরকাড়া গল্প দিয়ে জুরি সদস‍্যদেরও মন জয় করতে সক্ষম হয়েছে দক্ষিণী ছবিগুলি। তুলনায় এবারে হিন্দি ছবিগুলি অনেকটাই পিছিয়ে রয়েছে, যা বলিউডের পক্ষে যথেষ্ট চিন্তার বিষয়।


Niranjana Nag

সম্পর্কিত খবর