বাংলা হান্ট ডেস্ক: উল্টো জাতীয় পতাকা, স্বাধীনতা দিবসে সারাদিন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উল্টো ভাবে উড়ল দেশের প্রতীক। যদিও তৃণমূল নেতারা এতে বিরোধীদের চক্রান্ত রয়েছে বলে মনে করছেন। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এমনই ঘটনা ঘটল।
চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুরে তৃণমুলের বুথ কার্য্যালয়ে বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়। কিন্তু পতাকা’টি যে উল্টো ভাবে লাগানো হয়েছে সেটা কারোর চোখেই পড়ে না। একদিকে সারাদিন ধরে মাইকে বাজতে থাকে দেশাত্মবোধক গান, আর অন্যদিকে উড়তে থাকে উল্টো জাতীয় পতাকা।
অবশেষে বিকেলবেলা এক স্থানীয় বাসিন্দা তৃণমূল নেতাদের পতাকা’টি দেখান। এরপর যদিও সৎ উদ্যোগে তৎক্ষণাৎ সেটি ঠিক করে দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরও তৃণমূল নেতারা নিজেদের ভুল স্বীকার করেননি, বরং এর দায় তারা বিরোধী দলের ওপর চাপিয়েছেন। তৃণমূলের পঞ্চায়েত সদস্য বদর আলি খান বলেন, ‘আমরা ঠিকভাবেই জাতীয় পতাকা উত্তোলন করেছিলাম। বিরোধীরাই চক্রান্ত করে তা উল্টে দিয়েছে।’