বাংলা হান্ট ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের হাজার বছরের ঐক্য এবং ঐতিহ্যকে বিলীন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। অভিযোগের তির রয়েছে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’র দিকে, যার কর্ণধার শাহীন আনাম এবং তার স্বামী ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করেন মহাজোট নেতৃত্বরা।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক, সনাতন ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শঙ্কর দাস, বৈদিক সমাজ বাংলাদেশের স্বামী চিদানন্দ সরস্বতী, বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন মিশ্র, বাংলাদেশ হিন্দু লীগের সাধারণ সম্পাদক শঙ্কর সরকার, শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক মনঞ্জয় কৃষ্ণ দত্ত, ভক্ত সংঘের সাধারণ সম্পাদক অনিল পাল, বাংলাদেশ মন্দির মিশনের সভাপতি সুশান্ত পাল প্রমুখরা।
তাদের অভিযোগ, ১০ হাজার বছরের পুরনো এই সনাতন ধর্মালম্বী পরিবার ব্যবস্থাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে এই সংস্থা। এমনকি হিন্দু আইন সংস্কারের জন্য আইন কমিশনে একটি প্রস্তাব জমা দিয়েছে তারা। আইন পরিবর্তনের নামে মা-বোনদের বোকা বানাচ্ছে এরা।
এই অভিযোগে বাংলাদেশের আইনমন্ত্রীর সঙ্গেও দেখা করেন মহাজোট নেতৃত্বরা। এই সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বাম জানিয়েছেন, বাংলাদেশে হিন্দু আইন নিয়ে কেউ বা কারা বড় চক্রান্ত করছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আরও সোচ্চার এবং ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এমনকি এবিষয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারস্থ হওয়ার সিদ্ধান্তের বিষয়েও জানান।
এবিষয়ে প্রণব মঠ ঢাকার অধ্যক্ষ স্বামী সঙ্গীতানন্দ মহারাজ জানিয়েছেন, আইন সংস্কারের নামে মন্দির ভেঙে ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অত্যাচার চালানো হচ্ছে। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে সনাতন ধর্মে হাত দেওয়ার অধিকার তাদের নেই। আইনের অপব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে তারা।