বাঁধনছাড়া উন্মাদনা, ‘KGF Chapter 2’ মুক্তির আনন্দে জাতীয় ছুটি ঘোষনার আবেদন প্রধানমন্ত্রীকে

বাংলাহান্ট ডেস্ক: উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে কন্নড় (kannada) ছবি ‘KGF Chapter 2’ কে ঘিরে। কিছুদিন আগেই প্রকাশ‍্যে এসেছে ছবির মুক্তির (release) তারিখ। আগামী ১৬ জুলাই মুক্তি পেতে চলেছে সুপারস্টার যশ (yash) অভিনীত ছবি KGF Chapter 2। এবার ওই দিন জাতীয় ছুটির দাবি জানালেন যশ অনুরাগীরা।

যশের এক ফ‍্যানপেজের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আবেদন করা হয়েছে অনুরাগীদের আবেগকে সম্মান জানিয়ে ১৬ জুলাই জাতীয় ছুটি ঘোষনা করতে। সেই চিঠির ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

37225146420200125092613KGF chapter2
চলতি বছরেই মুক্তি পেতে চলেছে এই কন্নড় ব্লকবাস্টার। আগামী ১৬ জুলাই মুক্তি পাচ্ছে ছবিটি। পরিচালক প্রশান্ত নীলের এই ছবির মুখ‍্য চরিত্রে রয়েছেন যশ। ‘রকি’র ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। ‘KGF’ এর প্রথম অংশটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।

https://twitter.com/styles_rocking/status/1355404995089158148?s=19

জানা যায়, প্রথম ছবির কাহিনি বাস্তব জীবনে একজন গ‍্যাংস্টার, রাউডি থাঙ্গামের জীবনকাহিনি থেকে অনুপ্রাণিত। পরিচালক নিজে একথা অস্বীকার করলেও ওই গ‍্যাংস্টারের মা ছবির সিক‍্যুয়েলের শুটিংয়ের সময় উপস্থিত থাকার জন‍্য পিটিশন দাখিল করেন। তাঁর অভিযোগ ছিল তাঁর ছেলেকে ছবিতে খারাপ ভাবে দেখানো হয়েছে।

ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন সৃনিধী শেট্টি। পরিচালক প্রশান্ত নীল নিজেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ছবিতে। কন্নড় ছাড়াও, হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি।

প্রসঙ্গত, ‘KGF’ এর হিন্দি স্বত্ব আগে ভাগেই কিনে রেখেছিলেন ফারখান আখতার ও রিতেশ সিধওয়ানি। নাম মাত্র টাকায় কেনা হয়েছিল তা। কিন্তু সিক‍্যুয়েলের হিন্দি স্বত্ব কেনার জন‍্য খরচ করতে হয়েছে পুরো ৯০ কোটি টাকা।

জানা গিয়েছে, কন্নড় ভাষাতেই এই ছবির জন‍্য নাকি ৭ গুন বেশি অর্থ বিনিয়োগ হচ্ছে। সেখানে হিন্দি স্বত্ব কেনার জন‍্য যে আরো বেশি ব‍্যয় করতেই সবে তা বলাই বাহুল‍্য। তবে বাজেটের তুলনায় ছবি থেকে যে বিপুল পরিমাণ আয় হচ্ছে তা দেখে চোখ ছানাবড়া নির্মাতাদেরও। ছবির বাজেটের থেকে অন্তত ৩৫ গুন বেশি টাকা তুলে ফেলেছেন নির্মাতারা।

Niranjana Nag

সম্পর্কিত খবর