বাংলা হান্ট ডেস্কঃ জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার (NLFT) একজন সিনিয়র কমান্ডার মঙ্গলবার সীমান্ত সুরক্ষা বাহিনীর (BSF) কাছে আত্মসমর্পণ করে। ৫১ বছর বয়সী কম্যান্ডার রানা বাহাদুর দেববর্মা NLFT-র একজন সক্রিয় রূপেই পরিচিতি। দেববর্মা জানায়, সে NLFT সংগঠনের ক্যাপ্টেন হিসেবে কাজ করত।
সুশান্ত কুমার নাথ, ইন্সপেক্টর জেনারেল ত্রিপুরা, এবং বিএসএফ এবং মিডিয়া কর্মীদের সহ অন্যান্য সংস্থার সিনিয়র অফিসারদের উপস্থিতিতে দেববর্মা আত্মসমর্পণ করে। বিএসএফ জানায়, দেববর্মা ১৯৯৫ সালে এনএলএফটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয় আর তারপর থেকে সে ওই গোষ্ঠীর সক্রিয় সদস্য হয়ে কাজ করে আসছিল।
বিএসএফ আরও জানিয়েছে যে, দেববর্মা এনএলএফটিতে যোগ দেওয়ার পর থেকে তাঁর পরিবারের কোনও সদস্যকেই আর দেখে নি। এমনকি তাঁর বাবা-মাকেও না। ২০০৬ সালে দেববর্মার মা প্রয়াত হন। দীর্ঘ ২৫ বছর জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পর দেববর্মা এখন জীবনের মূল স্রোতে ফিরে আসতে চায়।