বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) চলতি অর্থ বর্ষের বাজেটে বড়সড় ঘোষণা করলেন খুদেদের জন্য। ন্যাশনাল পেনশন স্কিমের (National Pension Scheme) আওতায় আসতে পারবেন ছোটরা। বাজেটের ভাষণে মঙ্গলবার নির্মলা সীতারামন জানিয়েছেন, ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme) চালু করা হচ্ছে অপ্রাপ্তবয়স্কদের জন্য।
খুদেদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme)
এই স্কিমের নাম দেওয়া হয়েছে ‘NPS বাৎসল্য’ (NPS Vatsalya)। প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই অর্থাৎ ১৮ বছর পূরণ হয়ে গেলেই ‘NPS বাৎসল্য’ সাধারণ এনপিএস অ্যাকাউন্টে পরিণত হবে। অপ্রাপ্তবয়স্কদের জন্য ‘NPS বাৎসল্য’ প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট (Account) খুলতে পারবেন শিশুদের মা-বাবা সহ অভিভাবকরা। সেই অপ্রাপ্তবয়স্ক শিশুর বয়স যখন একসময় আঠারো বছর পূর্ণ হবে।
আরোও পড়ুন : সর্বনাশ! কপাল পুড়ল এই চার জনপ্রিয় ব্যাঙ্কের! কোমর বেঁধে নামছে RBI, কী হবে এবার?
সেই সময় সাধারণ NPS-তে পরিণত হবে ‘NPS বাৎসল্য’। রিটায়ারমেন্টের (Retirement) পরেও যাতে বাচ্চাদের জীবন সুরক্ষিত থাকে তার জন্য পরিকল্পনা এখন থেকেই করতে পারবেন তাদের অভিভাবকরা। NPS (National Pension Scheme) অ্যাকাউন্ট খোলার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। এক্ষেত্রে প্রথমে ভারতীয় নাগরিক হতে হবে।
আরোও পড়ুন : দুর্দান্ত আইডিয়া! এবার ৭.৭৫ লাখ আয় করেও দিতে হবে না IT! এভাবে টাকা কাজে লাগালেই বাজিমাত
দ্বিতীয়ত, NPS (National Pension Scheme) অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করার সময় আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৭০ বছর বয়সের মধ্যে হতে হবে। এবার অপ্রাপ্তবয়স্কদের জন্য এসে গেল সেই সুযোগ। অনলাইনে NPS খুলতে চাইলে প্রথমে https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html-এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
অন্যথায় কোন NPS পরিষেবা প্রদানকারী ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে হবে। এরপর নিয়ম মেনে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে সেখানে নিউ রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড বা প্যান কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রয়োজন। ওটিপি যাচাই করার পর ব্যক্তিগত তথ্য দিতে হবে আবেদনকারীদের।