বাংলা হান্ট ডেস্কঃ অর্থ উপার্জন এবং সঞ্চয় দুটি বিষয়ই ভীষণরকম গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা উপার্জনে যতটা মন দিই। অর্থ সঞ্চয় করার জন্য সেই ভাবে মনোযোগ দিই না। আবার অনেকেই কোথায় কিভাবে সঞ্চয় করবেন তা নিয়ে বড় বেশি ধন্দে থাকেন। এখন মিউচুয়াল ফান্ড বা অনেক অন্যান্য মাধ্যম রয়েছে ঠিকই কিন্তু সে ক্ষেত্রে ঝুঁকি সংক্রান্ত বিষয় গুলিতে সকলে অতটা অভ্যস্ত নয়। তবে আজ এমন এক স্কিমের কথা বলব, যা বেশিরভাগ ক্ষেত্রেই ঝুঁকিমুক্ত। শুধু তাই নয় এখানে প্রতিদিন মাত্র দেড়শ টাকা করে জমালে রিটায়ারমেন্টের সময় আপনি কোটিপতি হতে পারেন। সরকার স্বীকৃত এই স্কিমটির নাম “ন্যাশনাল পেনশন স্কিম”। ২০০৯ সালে ১৮ থেকে ৬৫ বছরের সমস্ত মানুষের জন্য এই স্কিমটি প্রচলন করা হয়। যাতে আপনি আপনার অবসর জীবনে মাসিক কিছুটা টাকা হাতে পেতে পারেন।
স্কিমে রেজিস্টার করাও খুবই সহজ। এর জন্য আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন অফিশিয়াল ওয়েবসাইটে। তবে আগেই জানিয়ে রাখি, এক্ষেত্রে টাকা মূলত বিনিয়োগ করা হয় স্টক মার্কেট, কর্পোরেট বন্ড এবং সরকারি বন্ডে। যার জেরে আপনি একটি ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারেন আপনার অবসর জীবনের জন্য।
প্রতিদিন মাত্র ১৫০ টাকা জমালেই পেতে পারেন এক কোটি টাকাঃ
মনে রাখতে হবে, আপনি যত বেশি দিনের জন্য এই স্কিম থেকে ব্যবহার করবেন এর মাধ্যমে আপনি তত বেশি টাকা সঞ্চয় করতে পারবেন। সাহায্যের জন্য একজন ২৫ বছরের ব্যক্তির উদাহরণ এখানে ব্যবহার করা যেতে পারে। ধরা যাক একজন ২৫ বছরের ব্যক্তি আগামী ৩৫ বছরের জন্য প্রতিদিন দেড়শ টাকা করে বিনিয়োগ করছেন এই স্কিমে। তাহলে তার মাসিক বিনিয়োগ দাঁড়ায় ৪৫০০ টাকা। তিনি যদি ৮ শতাংশ সুদ লাভ করেন তবে ৩৫ বছর বাদে তার একাউন্টে মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে ১ কোটি ২ লক্ষ টাকা। শুধু তাই নয় এক্ষেত্রে ৫.৬৭ লাখ টাকা কর ছাড়ও পাবেন তিনি।
অবসর জীবনের পেনশন লাভের সুবিধাঃ
৬০ বছর বয়সে আপনি যদি অবসর গ্রহণ করেন তবে সে সময় আপনি তুলে নিতে পারবেন ৬০% টাকা। বাকি ৪০% টাকায় আপনাকে একটি বার্ষিক পরিকল্পনা করতে হবে। যার ফলে আপনি প্রত্যেক মাসে পেনশন পাবেন। আপনি যদি ২৫ বছর থেকে শুরু করে প্রায় ৩৫ বছর মাসিক সাড়ে চার হাজার টাকা জমান। তাহলে আপনার পেনশন দাঁড়াবে প্রায় ২৭ হাজার ৩৫৩ টাকা।
ন্যাশনাল পেনশন স্কিম প্রথমে সরকারি কর্মচারীদের জন্য তৈরি করা হলেও ২০০৯ সাল থেকে তা সমস্ত মানুষের জন্য লাগু করা হয়। সবচেয়ে সুবিধাজনক বিষয়টি হলো আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই এই স্কিমের সঙ্গে যুক্ত হতে পারেন।