সৌদি আরবে বিন সলমন ও মার্কিন NSA-র সঙ্গে গোপন বৈঠকে অজিত ডোভাল! ঘুম উড়েছে চিনের

বাংলা হান্ট ডেস্ক : সৌদি আরবের যুবরাজ (Prince of Saudi Arabia) মহম্মদ বিন সলমনের (Md. Bin Salman) সঙ্গে বৈঠক সারলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা ( National Security Adivisor) অজিত ডোভাল (Ajit Doval), মার্কিন এনএসএ জেক সালিভান এবং সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান। সলমনের সঙ্গে অজিত ডোভাল এবং সালিভানের এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির জন্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত মার্চে ইরানের সঙ্গে সৌদির শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেছিল চিন। ইরানের সঙ্গে সম্প্রতি চিনের সম্পর্ক বেশ ভালো হয়েছে। এই আবহে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দেশগুলির ওপর চিন নিজের প্রভাব বিস্তার করতে চাইছে। এই আবহে সৌদি যুবরাজের সঙ্গে ডোভাল ও সালিভানের এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ ছিল।

ajit doval 2

ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ ভালোই। একসময় ইরানের থেকেই সর্বোচ্চ জ্বালানি তেল আমদানি করত। তবে মার্কিন নিষেধাজ্ঞার পর সেই আমদানিতে ছেদ পড়ে। এদিকে ইরানের চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগ নিয়েও বিগত দিনে শুরু হয়েছে জটিলতা। এদিকে মার্কিন বিরোধিতার দিক থেকে এক মেরুতে থাকায় চিনের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো হয়েছে। এদিকে আমেরিকার সঙ্গে সৌদির সম্পর্ক চিরকালই ভালো ছিল।

সাম্প্রতিককালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর থেকে সেই সম্পর্কে চিড় ধরেছে। সেই চিড়কে কাজে লাগিয়ে সৌদির সঙ্গেও সম্পর্ক গড়তে চাইছে চিন। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দু’টি সবথেকে স্থিতিশীল এবং ধনী দেশ হল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এদের সঙ্গে সাম্প্রতিককালে ভারতের সম্পর্ক ভালো হয়েছে। এই আবহে চিনা প্রভাব যাতে এই অঞ্চলে বিস্তার না করে, সেদিকে নজর থাকবে ভারত এবং আমেরিকার। এদিকে সৌদির সঙ্গে আমেরিকার চিড় ধরা সম্পর্ক জোড়া লাগাতে ‘মধ্যস্থতাকারী’ হচ্ছে ভারত।

এই বৈঠক নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কোনও কিছুই বলা হয়নি। তবে জানা গিয়েছে, সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক ছাড়াও সেদেশে দ্বিপাক্ষিক বৈঠক হয় ডোভাল ও সালিভানের। গত কোয়াড বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে দুই দেশের অগ্রগতি নিয়ে সেই বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। এদিকে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতে হোয়াইট হাউজের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান গতকাল সৌদি আরবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সৌদি প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সলমন এবং সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। আরও নিরাপদ ও সমৃদ্ধ মধ্যপ্রাচ্য গড়ে তুলতে যৌথ ভাবে কাজ করা নিয়ে কথা হয় তাঁদের।


Sudipto

সম্পর্কিত খবর