কাশ্মীরে প্রবল তুষারপাত, তাই নিজের বিয়ের মণ্ডপে পৌঁছতে পারলেন না ভারতীয় জওয়ান! আর তারপর….

বাংলা হান্ট ডেস্কঃ  প্রবল তুষারপাতের জেরে বিয়ের মণ্ডপেই পৌঁছতে পারলেন না বর। হিমাচল প্রদেশের ঘটনা। সেখানে এক গ্রামে বসেছিল বিয়ের আসর। বরফাবৃত মাণ্ডিগ্রামে বসেছিল সেই আসর।ভারতীয় সেনাবাহীনীতে কর্মরত সুনীল বিয়ে করতে যাত্রা তো করেছিলেন, কিন্তু বিয়ের মণ্ডপ পর্যন্ত আর পৌঁছানো হল না তাঁর। জীবনের অন্যতম স্মরণীত দিনটি অন্যভাবে স্মরণীয় হয়ে থাকল সুনীলের কাছে।

untitled design 10

সূত্রের খবর, জানুয়ারি মাসের ১ তারিখেই ছুটি বান্দিপোরার ক্যাম্পে পৌঁছন সুনীল, সেখান থেকে ছুটি নিয়ে হিমাচলের দিকে রওনাও দিয়েছিলেন তিনি। বাড়ির সকলেই বরের বেশে ছেলেকে দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এ কী নিষ্ঠুর কাজ করল প্রকৃতি! প্রবল তুষারপাতের জেরে  গন্তব্যে পৌঁছতেই পারলেন না জওয়ান।

এই ঘটনার পর জওয়ান ট্যইটে জানিয়েছেন, ভারতীয় সেনার কাছে চিরকালই দেশ আগে। দেশের জন্য বিয়ে বাতিল করতেও পিছপা হন না তাঁরা। সূত্রের খবর, সুনীলের জন্য আবারও একটি বিশেষ দিন বিয়ের জন্য নির্ধারিত করা হয়েছে।

সাধারণ মানুষের জন্য এ ঘটনা বিশাল সাড়া জাগাতে পারে, কিন্তু একজন সেনার জন্য এ ঘটনা কোনও ব্যাপারই নয়, এমনটাই মনে হল সুনীলের ট্যইটে। সত্যিই তো, যাঁরা মৃত্যুকে সামনে রেখে এগিয়ে চলে, তাঁদের জন্য বিয়ের দিন বাতিল কি এমন বড় বিষয় হতে পারে!


সম্পর্কিত খবর