বাংলাহান্ট ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে ভাঙরে। মনোনয়ন পর্বের শেষ দিন কয়েক মিনিটের ব্যবধানে তিনটি রাজনৈতিক হত্যার খবর উঠে আসে। এলাকাবাসীদের অভিযোগ এই অশান্তির ঘটনাগুলি ঘটেছে শওকত মোল্লা ও নওশাদ সিদ্দিকীর মধ্যে সংঘাতের ফলে।
ক্যানিং পূর্বের বিধায়ক ও তৃণমূলের ভাঙরের পর্যবেক্ষক শওকত মোল্লা। আবার এই এলাকারই বিধায়ক নওশাদ সিদ্দিকী। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই একের পর এক হিংসার ঘটনা ঘটতে থাকে গোটা এলাকা জুড়ে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস স্বয়ং যান ঘটনাস্থলে। ভাঙরের এই দুই যুযুধানপক্ষকে আজ বিধানসভার গাড়ি বারান্দায় একসাথে দেখা গেল।
সাংবাদিকরা তাদের ঘিরে ধরলে হাসিমুখে এই দুই বিধায়ক প্রশ্নের উত্তর দিলেন। আজ বিধানসভার গাড়ি বারান্দায় নওশাদ সিদ্দিকীকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভাঙরের কি পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে? মুখে হাসি নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা শওকত মোল্লাকে দেখিয়ে নওশাদ বলেন, “বড় দাদা আছেন। আশা করব বড় দাদা হিসেবে উনি আমাকে গাইড করবেন।”
একই প্রশ্ন শওকত মোল্লাকে করা হলে তার জবাব, “আমি বলবো নওশাদকে, বেশি গন্ডগোল যেন না হয় ভাঙরে।” এর জবাবে নওশাদ হাসিমুখ নিয়েই বলেন, “সবটাই জানেন বড় দাদা। লোক কোথা থেকে নিয়ে আসছেন, গন্ডগোল কারা করছেন, সবটাই জানেন উনি। বাইরে থেকে লোক নিয়ে আসার প্রয়োজন হয় না আমার। আমার জন্য ভাঙরের লোকই যথেষ্ট।”