গোটা আফগানিস্তানকে অপমান করেছে কোহলি! বিস্ফোরক দাবি নবীন উল হকের

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামের মন্থর পিচে লখনৌ সুপার জায়ান্টস (LSG) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ম্যাচ অত্যন্ত বিরক্তিকর ভাবে এগিয়েছিল। শেষপর্যন্ত অধিনায়ক লোকেশ রাহুলের চোটের কারণে টপ অর্ডারে তার অনুপস্থিতিতে লখনৌকে, আরসিবির কাছে ১৮ রানের ব্যবধানে হার মানতে হয়। কিন্তু এরপর যাবতীয় নজর সকলের ঘুরে যায় বিরাট কোহলি (Virat Kohli) বনাম গৌতম গম্ভীর (Gautam Gambhir) দ্বন্দ্বের দিকে।

এই ঝামেলার সূত্রপাত হয়েছিল ম্যাচ চলাকালীনই। আফগান বোলার নবীন উল হকের সাথে বিরাট কোহলি ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়ে ছিলেন। ম্যাচ শেষ হওয়ার পরেও সেই ঝামেলা চলতে থাকে। সেই নিয়ে ক্যারিবিয়ান ওপেনার কাইল মেয়ার্স বিরাট কোহলিকে কিছু বোঝাতে গিয়েছিলেন। কিন্তু গৌতম গম্ভীর এগিয়ে গিয়ে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসেন।

এরপরেই দেখা যায় যে দুজনে দুদিকে এগিয়ে যেতে থাকা কোহলি এবং গম্ভীর আবার হঠাৎ নিজেদের দিকে এগিয়ে আসতে থাকেন। দুই দলের ক্রিকেটেররাই অনেক চেষ্টা করেও তাদেরকে আটকাতে পারেননি। এরপর আরসিবি তারকা ও মেন্টর একে অপরের মুখোমুখি হন এবং তাদের মধ্যে কিছুক্ষণ উত্তপ্ত আলোচনা চলে। এরপর অমিত মিশ্র এবং লোকেশ রাহুল দুজনকে সরিয়ে দেন। তবে দুজনের মুখেই অসন্তুষ্টি ছিল স্পষ্ট।

পরে দেখা যায় ম্যাচ চলাকালীন ঘটা একটি ঘটনা থেকে এই যাবতীয় ঝামেলার সূত্রপাত হয়েছিল। লখনৌয়ের প্রতিটা উইকেট পড়ার পরেই বিরাট কোহলি অত্যন্ত আগ্রাসনের সাথে উদযাপন করছিলেন। সেই সূত্রেই তার সঙ্গে মাঠের মধ্যে কথা কাটাকাটি হয় আফগান পেসার নবীন উল হকের। তখন আরসিবির জয় প্রায় নিশ্চিত হয়ে এসেছে এবং অমিত মিশ্র ও নবীন লখনৌয়ের মান বাঁচানোর জন্য লড়ছেন। এই সময়েই নিজেরে জুতোর দিকে ইঙ্গিত করে বিরাট কোহলি আফগান পেসারকে কিছু মন্তব্য করেন। ম্যাচ শেষে লোকেশ রাহুল দুজনের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেন কিন্তু নবীন, কোহলির সঙ্গে কথা বলতে রাজি হননি।

পরে আফগান পেসার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমি সবসময় পরামর্শ নিতে প্রস্তুত, সম্মান দিতেও। ক্রিকেট ভদ্রলোকের খেলা, এটা সত্যি কথা। কিন্তু কেউ যদি বলে, ‘তোমরা সবাই আমাদের পায়ের তলায় আছ এবং সেখানেই থাকবে’, তখন সেটা শুধু আমাকেই নয়, আমার দেশের মানুষদেরকেও অসম্মানিত করা হয়। সম্মান দাও…সম্মান বুঝে নাও।” এছাড়া বিশ্বস্ত সূত্র জানা গিয়েছে যে তিনি ড্রেসিংরুমে ফিরে সতীর্থদের জানিয়েছেন যে তিনি শুধুমাত্র ক্রিকেট খেলতে ভারতে এসেছেন, কারোর কাছ থেকে অপমানিত হতে নয়।

সম্পর্কিত খবর

X