বাংলা হান্ট ডেস্কঃ গুরুনানক (Guru Nanak) দেব এর ৫৫০ তম জন্ম জয়ন্তীর আগে পাকিস্তান সীমান্তে থাকা শিখেদের প্রধান ধার্মিক স্থল করতারপুর সাহিব পর্যন্ত যাওয়া করিডোরের (kartarpur corridor) উদ্বোধন ৯ নভেম্বর হবে। পাকিস্তান দ্বারা এই অনুষ্ঠানে নবজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) সমেত অনেক ভারতীয় নেতাকে আমন্ত্রণ করা হয়েছে। আর এটা নিয়ে এর আগে প্রথম থেকেই বিতর্ক হচ্ছিল, আর এরই মধ্যে অমৃতসরে লাগানো একটি পোস্টার নিয়ে আরও বিতর্ক সৃষ্টি হয়।
অমৃতসরের রাস্তায় লাগানো পোস্টারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আর প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেসের নেতা নবজ্যোত সিং সিধুর ছবি লাগানো হয়েছে। এর সাথে সাথে পোস্টারে করতারপুর করিডোরের জন্য দুইজনকে ধন্যবাদ জানানো হয়েছে। দুইজনকে ধন্যবাদ জানিয়ে তাঁদের আসল নায়কও বলা হয়েছে। আগামী ১২ নভেম্বর গুরুনানক দেবের জন্মজয়ন্তী আর তাঁর আগে করতারপুর করিডোর উদ্বোধন খুলে যাওয়া শিখ সম্প্রদায়ের মানুষের কাছে বিশাল বড় প্রাপ্তি।
Punjab: Posters of former Punjab Minister Navjot Singh Sidhu and Pakistan PM Imran Khan seen in Amritsar. The posters read,"Navjot Singh Sidhu and Imran Khan are the real heroes, for opening Kartarpur Corridor." pic.twitter.com/9LlpzQWGhJ
— ANI (@ANI) November 5, 2019
সংবাদ মাধ্যম এএনআই দ্বারা জারি করা ছবি অনুযায়ী, ওই পোস্টারে লেখা হয়েছে যে, নবজ্যোত সিং সিধু আর পাক প্রধানমন্ত্রী ইমরান খান করতারপুর করিডোর খোলার আসল হিরো। অমৃতসরের রাস্তায় এই পোস্টার কংগ্রেসের কাউন্সিলর মাস্টার হরপাল সিং লাগিয়েছেন। কাউন্সিলর হরপাল সিং বলেন, ‘আমরা তাঁদের ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য এই কাজ সম্ভব হয়েছে। এই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন সিধু সাহাব আর পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কালকে আরও পোস্টার লাগানো হবে।”
আর এরই মধ্যে পাকিস্তান থেকে পাওয়া আমন্ত্রণের পর নবজ্যোত সিং সিধু ভারতের বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্করকে একটি চিঠি লেখেন। ওই চিঠিতে উনি লেখেন, ‘৯ নভেম্বর শ্রী করতারপুর সাহিব করিডোর উদ্বোধনের জন্য পাকিস্তান সরকার আমাকে আমন্ত্রণ জানিয়েছে। একজন শিখ হওয়ার খাতিরে মহান গুরু বাবা নানক এর প্রতি শ্রদ্ধা অর্পিত করার সন্মান পাওয়া যাবে। এই বিশেষ মুহূর্তে পাকিস্তান যাওয়ার জন্য আমাকে অনুমতি দেওয়া হোক।