‘রাজনীতি ছেড়ে দেব’, পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগেই বড় বয়ান সিধুর

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের পূর্বে বড় ঘোষণা করলেন নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)। রবিবার ফাগওয়ারা থেকে কংগ্রেসের (congress) হয়ে এক বড় ঘোষণা করলেন তিনি। তাঁর কথায়, নির্বাচনে কংগ্রেস জয়ী হলে ৫ লক্ষ সাধারণ মানুষকে চাকরি দেওয়া হবে। সেইসঙ্গে তিনি বলে, এমনটা না হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

রবিবার সিধু দাবি করেন তাঁর ১৩ দফা কর্মসূচি দরিদ্রদের কল্যাণের জন্য রয়েছে। তিনি বলেন, ‘কংগ্রেস এখানে ক্ষমতায় আসায় পর যদি ৫ লক্ষ চাকরি না দেওয়া হয়, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব’। তিনি আরও বলেন, নেতাদের হুমকি দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। তাঁদের বলা হচ্ছে, যদি বিজেপিতে যোগ না দেও, নাহলে নিজের উপর হামলা হওয়ার জন্য প্রস্তুত থাকো- এমনটা অভিযোগ করেছেন প্রাক্তন ক্রিকেটার।

2020 10largeimg 565789667

সূত্রের খবর তিনি আরও বলেন, ‘পরবর্তী প্রজন্মের জন্য মাফিয়াদের হাত থেকে বাঁচাতে হবে পাঞ্জাবকে। পাঞ্জাবকে বাসযোগ্য রাজ্যে পরিণত করতে না চাইলে চোর-মাফিয়াদের ভোট দিতে পারেন। তবে পাঞ্জাব এবং পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাইলে আমাদের ভোট দিন’।

এদিন সভা থেকে বিজেপি, আম আদমি পার্টি এবং শিরোমনি আকালি দলকেও আক্রমণ করেন নভজ্যোৎ সিং সিধু। জলন্ধরের বিজেপি অফিসকে ইস্যু করেও গেরুয়া শিবিরকে আক্রমণ করেন সিধু। তিনি বলেন, ‘কৃষকদের ভয়েই দীর্ঘ ৫ বছর এই অফিস খোলেনি বিজেপি। বিজেপির অফিস খোলা মানেই তো ”আ জাও সাদে অফিস জলন্ধর, নাহি তা কার দিয়ঙ্গে জেল দে ইন্ডোর আন্দার”।’

দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও এদিন আক্রমণ করতে বাদ রাখলেন না নভজ্যোৎ সিং সিধু। তিনি বলেন, ‘২২ হাজার শিক্ষক দিল্লীর রাস্তায় বসে আসছেন। কিন্তু এদিকে মুখ্যমন্ত্রী তাঁদের জন্য কিছুই করছেন না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর