আন্ডারওয়ার্ল্ড কানেকশন ও আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক

বাংলা হান্ট ডেস্কঃ আন্ডারওয়ার্ল্ড কানেকশন ও আর্থিক তছরুপ মামলায় বুধবার বড় অ্যাকশন নিয়েছে ইডি। প্রায় ছয় ঘন্টা ধরে চলা জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট অধিদপ্তরের দল এনসিপি নেতা তথা মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিককে গ্রেপ্তার করেছে। সকাল ৭টায় তার বাড়িতে হানা দেয় ইডি। প্রায় এক ঘণ্টা পর তাকে সঙ্গে করে দফতরে নিয়ে যায় ইডি। অফিসারদের সঙ্গেই ইডি অফিসে উপস্থিত ছিলেন নবাব মালিক।

প্রাপ্ত খবর অনুযায়ী, আন্ডারওয়ার্ল্ড সংক্রান্ত একটি সম্পত্তি মামলায় ইডি এই পদক্ষেপ নিয়েছে। এতে দাউদ ইব্রাহিমের নামও উঠে আসছে। উল্লেখ্য, ইডি ইকবাল কাসকরের সাথে সম্পর্কিত কথিত জমির কারবার তদন্ত করছে। গত সপ্তাহে, অর্থ পাচারের মামলায় মুম্বাইয়ে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকারের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি।

   

ইডি নাগপাড়ায় হাসিনা পারকারের সাথে যুক্ত ১০টি ভিন্ন স্থানেও অভিযান চালিয়েছিল। এ ছাড়া দাউদের ভাগ্নে এবং পারকারের ছেলে আলিশাহ পারকার এবং ছোট শাকিলের ঘনিষ্ঠ সেলিম কুরেশি ওরফে সেলিম ফ্রুটসকেও জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।

2021 সালের নভেম্বরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ নবাব মালিককে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন। ফড়নবিশ বলেছিলেন যে, নবাব মালিক দাউদের ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে মুম্বাইয়ে জমি কিনেছিলেন। তাদের মধ্যে একজন মুম্বাই বিস্ফোরণে জড়িত ছিল। তিনি অভিযোগ করেছিলেন যে, মুম্বাই বিস্ফোরণে বিস্ফোরণে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা শাহ ওয়ালি খান ও হাসিনা পারকার-র ঘনিষ্ঠ সহযোগী সেলিম প্যাটেলের সাথে নবাব মালিকের ব্যবসায়িক সম্পর্ক ছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর