বাংলাহান্ট ডেস্ক: ভারতের স্বাধীনতা সম্পর্কে কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) মন্তব্য নিয়ে বিতর্ক থামার নামই নিচ্ছে না। কঙ্গনার দাবি, ১৯৪৭ এ ভারত যে স্বাধীনতা পেয়েছিল সেটা নাকি ভিক্ষা ছিল। আসল স্বাধীনতা এসেছে ২০১৪ সালে। এ বিষয়ে এবার কঙ্গনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক (nawab malik)। তিনি দাবি করলেন, কঙ্গনার পদ্মশ্রী ফেরত নিয়ে তাঁকে গ্রেফতার করতে।
নবাব মালিক বলেন, এই মন্তব্য করার আগে সম্ভবত বেশি ডোজের মাদক নিয়েছিলেন কঙ্গনা। তাঁর বক্তব্য, হিমাচল প্রদেশের মেয়ে কঙ্গনা হয়তো সেখানকারই বিশেষ মাদকের হাই ডোজ নিয়ে তারপর এমন মন্তব্য করেছেন। নবাব মালিক আরো বলেছেন, উনি স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন। কেন্দ্রের উচিত এখুনি কঙ্গনার থেকে পদ্মশ্রী কেড়ে নিয়ে ওঁকে গ্রেফতার করা।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন, ১৯৪৭ সালে যে স্বাধীনতা এসেছিল সেটা আসলে ‘ভিক্ষা’ ছিল। ভারত প্রকৃতপক্ষে স্বাধীনতা পেয়েছে ২০১৪ সালে। উল্লেখ্য, ওই বছরেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার ক্ষমতাসীন হয়।
কঙ্গনার এই মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। এমন মন্তব্য করে দেশের জন্য শহিদ হওয়া স্বাধীনতা সংগ্রামীদের অভিনেত্রী অপমান করেছেন বলেও অভিযোগ করেছেন নেটিজেনরা। কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে মুম্বই পুলিসের কাছে মামলা দায়ের করার আবেদন করেছেন আম আদমি পার্টির নেত্রী প্রীতি শর্মা মেনন। কঙ্গনার মন্তব্য মানহানিকর বলে অভিযোগ করে ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৫, এবং ১২৪ এ ধারায় মামলা দায়েরের আবেদন করেছেন তিনি।
Mumbai | We strongly condemn actress Kangana Ranaut's statement (India got freedom in 2014). She insulted freedom fighters. Centre must take back the Padma Shri from Kangana & arrest her: Maharashtra Minister Nawab Malik pic.twitter.com/xTy2VPFohk
— ANI (@ANI) November 12, 2021
সমালোচনা করেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধীও। তিনি টুইট করেছেন, ‘কখনো মহাত্মা গান্ধীর ত্যাগকে অসম্মান করে, কখনো তাঁর হত্যাকারীর প্রশংসা করে, আর এখন মঙ্গল পাণ্ডে, রাণী লক্ষ্মীবাঈ, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীর বলিদানকে ছোট করে। এই ভাবনাকে কি পাগলামি বলব নাকি দেশদ্রোহিতা?’