‘খেতে পারতাম না, মনে হত খুব তাড়াতাড়ি মরে যাব’, মানসিক অবসাদ নিয়ে সরব নওয়াজউদ্দিন

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যু যেন নাড়িয়ে দিয়ে গিয়েছে সকলকে। বিগত কয়েকদিন ধরেই নানান বিষয় চর্চায় উঠে আসছে। এরই মধ‍্যে একটি হল অবসাদ। মানসিক স্বাস্থ‍্য নিয়ে এখন সচেতনতার দিকটা অনেক বেশি করে চর্চিত হচ্ছে। বেশ কয়েকজন তারকাও সরব হয়েছেন অবসাদ নিয়ে।
এবার মুখ খুললেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (nawazuddin siddiqui)। মানসিক অবসাদে ভুগেছেন তিনিও। এমনকি এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে সরব হন নওয়াজ‌। তিনি বলেন, “প্রথম থেকেই আমি কঠিন পরিশ্রমী ও লড়াকু মানসিকতার। নিজেকে অন‍্যের সঙ্গে তুলনা করিনা আমি। বড় তারকাও হতে চাই না। শুধু বেঁচে থাকার জন‍্য যেটুকু প্রয়োজন ততটুকু আয় করাতেই বিশ্বাসী আমি। দশ বছর ধরে এই মানসিকতা নিয়েই চলছি। কঠিন পরিস্থিতি এসেছে, কাটিয়েও উঠেছি। অবসাদও এসেছে যখন হাতে কোনও কাজ ছিল না।”

Nawazuddin Siddiqui 1
অভিনেতা আরও বলেন, “ঠিক করে খেতে পারতাম না। চুল পড়ে যাচ্ছিল। দু কিমি হাঁটলেই মনে হত হাঁপিয়ে যাচ্ছি। আমার মনে হত খুব তাড়াতাড়িই য়রে যাব। কিন্তু আমি লড়াই করেছি এবং এখনও করছি।” নওয়াজ একা নন, শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টিও সোশ‍্যাল মিডিয়ায় সরব হন অবসাদ নিয়ে।

https://www.instagram.com/p/CBcV1WBnXSq/?igshid=1royh8ot9ztio

সম্প্রতি অভিনেত্রী রিয়া সেনও (riya sen) প্রকাশ‍্যে আনেন নিজের অভিজ্ঞতা। মিডিয়ার উদ্দেশ‍্যেও ক্ষোভ উগরে দেন তিনি। রিয়া বলেন, আগে তাঁর প্রতিটি ছবি মুক্তির আগে নানা রকম ভাবে হেনস্থা করা হত তাঁকে। এর জন‍্য তিনি মিডিয়ার একাংশকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তারা তাঁকে ঘিরে বিতর্ক সৃষ্টির চেষ্টা করত বলে জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে রিয়া বলেন, “সোশ‍্যাল মিডিয়া আসার আগে পাপারাৎজিও অন‍্য ভাবে কাজ করত। কোনও এক তারকাকে নিয়ে লিখত তারা। আমি কোনও পার্টিতে গেলে আমাকে নিয়ে নেতিবাচক মন্তব‍্য করা হত। কয়েকজন ভালও লিখত। আসল বিষয়টা কেউই লিখত না। মাঝে মাঝে এসব নিয়ে উদ্বেগও হত।”

Niranjana Nag

সম্পর্কিত খবর