বলিউডে হিন্দির বদলে ইংরেজির দাপট, সবাই জ্ঞান জাহির করতে ব‍্যস্ত! ক্ষুব্ধ নওয়াজউদ্দিন

বাংলাহান্ট ডেস্ক: দিন কয়েক আগেই দক্ষিণী ইন্ডাস্ট্রিকে ঠুকে মন্তব‍্য করেছিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)। দক্ষিণী ছবির বাড়বাড়ন্ত দেখে কিছুটা কটাক্ষের সুরই শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে। এবার বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির মধ‍্যে ফারাকটা তুলে ধরলেন নওয়াজ।

বলিউডের প্রখ‍্যাত অভিনেতাদের মধ‍্যে একজন নওয়াজউদ্দিন সিদ্দিকী। একজন নিরাপত্তারক্ষী থেকে নিজের স্বভাবজাত অভিনয় প্রতিভা দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বহু বছর ধরেই অভিনয় জগতে রয়েছেন নওয়াজ। উত্তর প্রদেশের বুধানা থেকে মুম্বইতে এসে রীতিমতো জাঁকিয়ে বসেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউডের কিছু বিষয় নিয়ে মুখ খোলেন তিনি।

nawazuddin siddiqui niece sexual harassment minazuddin siddiqui main
অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, কোন তিনটি জিনিস তিনি বদলে ফেলতে চান বলিউডের ব‍্যাপারে? নওয়াজ প্রথমেই জানান, বলিউড নামটাই বদলে দিতে চান তিনি। প‍রিবর্তে রাখতে চান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। দ্বিতীয়ত, অভিনেতা অভিনেত্রীদের কাছে যে চিত্রনাট‍্য আসে সেটা ইংরেজি রোমান হরফে লেখা থাকে। সেটা বদলে দেবনাগরী অর্থাৎ হিন্দি হরফে লেখা উচিত বলে মত দেন অভিনেতা।

নওয়াজের আরো দাবি, বলিউডে সেটে হিন্দির বদলে ইংরেজিতে কথা হয়। পরিচালক থেকে সহ পরিচালক, লেখক সকলেই ইংরেজিতে কথাবার্তা চালান। মজার সুরে নওয়াজ বলেন, বলিউডে পরিচালক সহ পরিচালকরা নিজেদের মতো কথা বলতে থাকেন। এদিকে একজন ভাল অভিনেতা, যিনি থিয়েটার করেছেন, তিনি ইংরেজি তেমন জানেন না। তাই পরিচালকের কথা কিছুই বুঝতে পারেন না।

এখানেই দক্ষিণের সঙ্গে বলিউডের পার্থক‍্য। সেখানে সেটে সকলেই নিজেদের মাতৃভাষায় কথা বলেন। আর সেটা খুব গর্বের সঙ্গেই বলেন। ইংরেজি জানলেও সব সময় জ্ঞান জাহির করার মানসিকতা নেই তাঁদের। যখন একটি ছবি তৈরি হচ্ছে, সেটে উপস্থিত প্রত‍্যেকে স্থানীয় ভাষায় কথা বলেন যাতে কারোর বুঝতে সমস‍্যা না হয়। বলিউডের এই শিক্ষাটা নেওয়া খুব প্রয়োজন, মত নওয়াজউদ্দিনের।


Niranjana Nag

সম্পর্কিত খবর