বাংলাহান্ট ডেস্ক: করোনার পর থেকে বলিউডের বেহাল অবস্থা কারোরই নজর এড়ায়নি। মাঝে একটা দুটো ছবি হিট হয়ে গেলেও আখেরে হিন্দি ইন্ডাস্ট্রি যে ডুবছে তার আভাস সকলেই পাচ্ছেন। আর এর জন্য দোষ দেওয়া হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের। আর এতেই ক্ষেপে লাল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)।
নওয়াজউদ্দিন এমন একজন অভিনেতা যিনি প্রমাণ করে দিয়েছেন, অভিনেতা হতে রূপ নয়, দরকার দক্ষ অভিনয়শৈলী। একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। আবার ব্যর্থতার সম্মুখীনও হয়েছেন নওয়াজ। তবে তাতে কিছু যায় আসে না অভিনেতার। তাঁর স্পষ্ট বক্তব্য, ছবি চলুক না চলুক, নওয়াজ থাকবে।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কখনো হাল ছাড়ি না। কঠিন পরিশ্রম করতে আমার কোনো লজ্জা নেই। এটাও নির্ভর করে যে আমি আমার কাজটা সততার সঙ্গে করছি কিনা। ছবি বক্স অফিসে না চলার একাধিক কারণ থাকতে পারে। অনেক সময়ে পরিচালনা ভাল হয় না। কিন্তু আমরা কখনোই পরিচালকদের দোষ দিই না। আমরা সবসময় দোষটা অভিনেতাদের ঘাড়ে ফেলি’।
এরপরেই শাহরুখ খানের উদাহরণ টেনে নওয়াজ বলেন, কিং খানের জনপ্রিয়তা গোটা বিশ্ব জুড়ে। তিনি যখন কোনো ছবিতে অভিনয় করেন তখন নিজের সেই সমস্ত অনুরাগীদের রীতিমতো থালায় সাজিয়ে পরিচালককে পরিবেশন করেন। তারপরেও যদি কোনো কারণ বশত ছবিটা না চলে, তাহলে শাহরুখকে কোনো কারণেই দোষ দেওয়া যায় না। বরং সেটা পরিচালকের দোষ।
নওয়াজউদ্দিন বলেন, তিনি শুধু নিজের কাজটা করেন। কঠোর পরিশ্রম করেন। এরপরে ছবি ফ্লপ হলে, তাঁর ঘাড়ে দোষ চাপলেও তিনি পাত্তা দেন না। ছবি চলুক না চলুক, নওয়াজ ঠিক চলবে, দৃঢ় প্রতিজ্ঞ অভিনেতা।
প্রসঙ্গত, আগামীতে নওয়াজউদ্দিনকে দেখা যাবে ‘হাড্ডি’ সিরিজে। পাশাপাশি আরো বেশ কয়েকটি ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তার মধ্যে রয়েছে নুরানি চেহরে, টিকু ওয়েডস শেরু, যোগিরা সারা রা রা-র মতো ছবি।