CPM-ISF-এর বিচ্ছেদ! ‘কেন্দ্রে তৃণমূলের জোটসঙ্গীদের সঙ্গে বাংলায় জোট নয়’, সাফ জানালেন নওশাদ

বাংলা হান্ট ডেস্ক: সিপিএমের (CPIM) সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique)। তৃণমূলের (TMC) সঙ্গে যারা কেন্দ্রে জোট করেছে, বাংলায় (West Bengal) তাদের সঙ্গে থাকবে না আইএসএফ। সাফ জানিয়ে দিলেন আইএসএফ বিধায়ক।

নওশাদ জানালেন, ‘ধরি মাছ না ছুঁই পানির পক্ষে আমরা নই। কেন্দ্রে কংগ্রেস-তৃণমূল-বাম ইন্ডিয়া জোটের মধ্যে থাকবে, আর বাংলাতে এর সঙ্গে ওর সঙ্গে থাকব না, এই জোটে আমরা নেই। ইন্ডিয়া জোটে (INDIA Alliance) যদি তৃণমূল থাকে, আমরা সেখানে থাকব না। আর সেই জোটে যদি জাতীয় স্তরে কোনও রাজনৈতিক দল থাকে, বাংলাতেও আমরা তাদের সঙ্গে থাকব না।’

উল্লেখ্য, সাম্প্রতিককালে জানা গিয়েছিল, একাধিক লোকসভা ভোটে (Loksabha Election 2024) বামেদের সঙ্গে আসন সমঝোতা করে প্রার্থী দিতে চায় আইএসএফ। কিন্তু এরই মধ্যে নওশাদের এহেন বক্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, আগামী লোকসভা ভোটে ‘একলা চলো’ নীতি নিতে পারে আইএসএফ।

উল্লেখ্য, কেন্দ্র থেকে বিজেপি (BJP) সরকারকে হটাতে ২৮টি ছোট-বড় দল একজোট হয়ে ‘ইন্ডিয়া’ জোট গঠন করেছে। তার মধ্যে রয়েছে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস (Congress)। কেন্দ্রে একসঙ্গে থাকলেও বাংলায় তৃণমূল সরকারের চরম বিরোধী বাম-কংগ্রেস। আর এটাই হাতিয়ার করেছেন নওশাদ।

nawsad

এদিকে, আইএসএফ আগামী লোকসভা ভোটে একা লড়াই করলে শাসকের থেকে সংখ্যালঘু ভোট (Muslim Vote) অনেকটাই নওশাদদের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে‌। যার লাভ আখেরে হবে বিজেপির। তবে সে যাই হোক না কেন, ‘দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি’ মেনে নিতে পারছে না আইএসএফ। আর তার জেরেই সিপিএমের সঙ্গে আর জোটে যাবে না তারা।

Avatar
Monojit

সম্পর্কিত খবর