অবশেষে সুখবর! বেড়ে গেল DA, কালীপুজোর আগেই বড় সুখবর শোনাল রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার। বর্তমান কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগী তথা অবসরপ্রাপ্ত কর্মচারীরাও পাবেন এই সুবিধা। সেই সাথে রাজ্য সরকার (State Government) এটাও জানিয়েছে যে, কয়েক মাসের ‘এরিয়ার’ বা বকেয়া যা আছে সেটাও ক্লিয়ার করে দেওয়া হবে। দিওয়ালির আগে এরকম খুশির খবরে রাজ্যে যে আনন্দের হাওয়া বইছে সেকথা বলাই বাহুল্য।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজস্থান সরকারের অর্থ দফতর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে যে, রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স এবার চার শতাংশ বৃদ্ধি পাবে। অর্থাৎ এবার ডিএ ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হতে চলেছে। সেই হিসেবে আসন্ন জুলাই থেকে সমস্ত কর্মচারিরা সপ্তম পে কমিশনের আওতায় ৪৬ শতাংশ হারে ডিএ পাবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে এই নতুন ডিএ কার্যকর হবে ২০২৩ সালের জুলাই মাস থেকে। বর্তমান কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও পাবে এই সুবিধা। আর সেই সাথে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের তিন মাসের ‘এরিয়ার’ বা বকেয়াও ক্লিয়ার করে দেওয়া হবে। অন্যদিকে কর্মচারীরা তাদের এই ডিএ হাতে পাবেন নভেম্বর থেকেই। অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে ডিসেম্বরের ১ তারিখে।

আরও পড়ুন : ‘বাংলা ছবি দেখলে জাত চলে যায়’, হিপোক্রেসি দেখে গর্জে উঠলেন মিঠুন

পাশাপাশি রাজ্য সরকারের কর্মচারীদের অ্যাড হক বোনাস দেওয়ার কথাও জানিয়েছে রাজস্থান সরকার। জানিয়ে দিই, রাজ্য সরকারের অধীনে কর্মরত যে সব কর্মচারীদের বেতন ৪,৮০০ টাকা বা তার কম, তারা এই অ্যাড হক বোনাস পাওয়ার অধিকারী হবেন। এই বোনাসের অঙ্ক হবে ৩০ দিনের বেতনের সমান। বোনাসের সর্বোচ্চ পরিসংখ্যান হবে ৭,০০০ টাকা। যার ৭৫ শতাংশ মিলবে নগদ হিসেবে এবং বাকি ২৫ শতাংশ পৌঁছে যাবে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে।

আরও দেখুন : প্রেমিকের টানে পাকিস্তানে ছুটে যাওয়া অঞ্জুর ঘরওয়াপসি! দেশে ফিরতেই চেপে ধরবে পুলিশ

 

1691299901 da 1

জানিয়ে দিই কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি হয়েছে। এই মুহূর্তে তারা সপ্তম পে কমিশনের আওতায় ৪৬ শতাংশ ডিএ পাচ্ছেন। তারপর থেকেই দেশের বিভিন্ন রাজ্য তাদের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজস্থানও নাম লেখালো সেই তালিকায়। যদিও পশ্চিমবঙ্গ সরকার ডিএ নিয়ে এখনও চুপ। এই রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারীদের অ্যাকাউন্টে এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছয় শতাংশ হারে ডিএ ঢুকছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর