বাংলা হান্ট ডেস্কঃ মা সারদার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করেছিলেন তুলনা। জনসমক্ষে দাবি করেন যে মা সারদা তাঁর পরের জন্মে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে জন্মগ্রহণ করেছেন। তাঁর এই দাবি নিয়ে বিস্তর বিতর্ক সৃষ্টি হয় গোটা রাজ্যজুড়ে। বিরোধী থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন পর্যন্ত এই মন্তব্যের বিরুদ্ধে সমালোচনা সরব হয় আর এবার বিতর্কের সৃষ্টিকারী তৃণমূল নেতা নির্মল মাজির বিরুদ্ধে নয়া অভিযোগ তুলে সেই বিতর্ক আরো উস্কে দিলেন আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী।
ভাঙড়ের আইএসএফ বিধায়কের দাবি, “সম্প্রতি নির্মল মাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আল্লাহের তুলনা করেন। এই প্রসঙ্গে নওসাদ বলেন, “তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল মাজি কয়েকদিন পূর্বে সারদা মায়ের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর তুলনা করেছিলেন। এই ঘটনায় বর্তমানে সরব হয়েছে রাজ্যের হিন্দু ধর্মের মানুষজন। এমনকি রামকৃষ্ণ মিশনও তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছে। তবে বর্তমানে আরও একটি খবর উঠে আসছে, যেখানে তিনি আল্লাহপাকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেন। কিন্তু আল্লাহর সঙ্গে মুখ্যমন্ত্রীকে তুলনা করার মাধ্যমে নির্মলবাবু ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন। এই নিয়ে বর্তমানে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।”
যদিও এই প্রসঙ্গে স্থান, কাল কিংবা পাত্র সম্পর্কে খোলসা করে কিছু বলেননি আইএসএফ নেতা। তবে মা সারদা বিতর্কের মাঝে তাঁর এই দাবি নতুন করে যে বিতর্ক সৃষ্টি করবে, তা বলা বাহুল্য। এছাড়াও নওসাদ বলেন, “এটা এক ধরনের চাটুকারিতা। এই সকল মন্তব্যের কারণে বিতর্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি পর্যন্ত নষ্ট হতে পারে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর এগিয়ে এসে মন্তব্য করা উচিত।”