বাংলা হান্ট ডেস্কঃ ভাঙড়ে তৃণমূল-আইএসএফ (TMC-ISF) দ্বন্দ্ব সদা বর্তমান। কিছুদিন আগেই পঞ্চায়েত ভোটের সময় এই দুই রাজনৈতিক দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা রাজ্য। গুলি-বোমা থেকে শুরু করে কী হয়নি সেখানে! প্রাণ হারিয়েছেন একের পর এক মানুষ। দিকে দিকে ঝরেছে রক্ত। আর এই ভাঙড়ের রাজনীতির কথা বললেই যেই দুটি নাম সবার প্রথম উঠে আশে তা হল তৃণমূলের শওকত মোল্লা (TMC leader Saokat Molla) ও আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি (MLA Nawsad Siddique)।
এই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব সর্বদা চরমে। যদিও পঞ্চায়েত ভোটকালে রেষারেষি ভুলে শওকত মোল্লাকে ‘বড় ভাই’ বলে পরিচয় দেন নওশাদ। তেমনই নওশাদকে ‘ছোট ভাই’ বলে মন্তব্য করেছিলেন শওকতও। তবে সে ভোটের সময়ের কথা। তারপর পেরিয়ে গিয়েছে বহুদিন। আর বর্তমানে ভাই ডাক ভুলে নওশাদকে ‘জঙ্গি সংগঠনের নায়ক’ বলে খোঁচা মারলেন শওকত। চুপ করে থাকেননি বিধায়কও।
আরও পড়ুন: বিদেশ থেকে ফিরেই অসুস্থ মুখ্যমন্ত্রী, ১০ দিন বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের, হঠাৎ কী হল মমতার?
গতকাল ভাঙড় বাজারে শাসকদলের একটি দলীয় কার্যালয় উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শওকত। সেখানেই নওশাদকে কটাক্ষ করে বলেন, “যারা আজকের যুব সমাজের হাতে গুলি, বোমা, বন্দুক তুলে দিচ্ছে তাদের ভোট দেওয়া আর জঙ্গিদের ভোট দেওয়া একই। নওশাদ আমার নামে কেস করেছিল। আমি নাকি জঙ্গি। আজ ক্যামেরার সামনে বলছি, নওশাদ শুধু জঙ্গি নয় ও জঙ্গিদের নায়ক।”
এর কারণ ব্যাখ্যা করে নেতা বলেন, “ও জঙ্গিদের নায়ক কারণ নওশাদের নেতৃত্বে আমাদের দেশের যারা জওয়ান তাদের উপর ভোটগণনার দিন দেদার হামলা চলছে।” প্রকাশ্যে তৃণমূল নেতার এই মন্তব্যে ক্ষুব্ধ নওশাদ। এর বিরুদ্ধে থানার যাওয়ার হুঁশিয়ারি দিয়ে বিধায়ক বলেন, “উনি অবাঞ্ছিত মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে থাকতে চান। আর যে আমাকে সার্টিফিকেট দিচ্ছে তাকে তো খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘তুই বোমা বানাস’।”