বাংলা হান্ট ডেস্ক : ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় (Dantewada) মাওবাদী হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন জওয়ান (Jawan), ১ জন গাড়ির চালক। জানা যাচ্ছে, নক্সালরা রয়েছে এই ষড়যন্ত্রের পিছনে। আইইডি বিস্ফোরণে ওই ১০ সেনা জওয়ান ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, দান্তেওয়াড়ার আরানপুর সংলগ্ন একটি স্থানে ওই বিস্ফোরণ ঘটে। সেই সময়ই ওই স্থান গিয়ে যাচ্ছিল ডিআরজি জওয়ানদের গাড়ি। তাঁরা মাওবাদী দমন অভিযান সেরে ফিরছিলেন। গাড়িতে থাকা ১০ জওয়ানের মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন গাড়ির চালকও। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
বিস্তারিত আসছে…