চোপড়া কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার মৃত ছাত্রীর বাবা ও দুই দাদা

বাংলাহান্ট ডেস্কঃ চোপড়া (Chopra) কাণ্ডে নয়া মোড়, ঘটনায় মৃত ছাত্রীর বাবা ও দুই দাদাকে গ্রেফতার করল পুলিশ। শুধু তাই নয় ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার সুপার শচীন মক্কর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে উত্তর দিনাজপুরে চোপড়ার ইসলামপুরে গ্রাম থেকে উদ্ধার হয় এক কিশোরীর দেহ। এবছরই মাধ্যমিক পাস করেছিল সে। বেলা গড়াতেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার চেহারা নেয় এলাকা।

hjk

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার রাতে ওই কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। রাতভর তাঁর উপর চলে নারকীয় অত্যাচার। শেষ পর্যন্ত নির্যাতিতাকে খুন করে দেহ ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তেরা।

ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন কয়েকশো মানুষ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক সরকারি বাস ও পুলিশের জিপও।

এদিকে এই ঘটনায় ফিরোজ আলি নামে এলাকারই এক কিশোরের বিরুদ্ধে এফআইআর করেছিল মৃতার পরিবার। কিশোরীটির দেহ যে জায়গায় পাওয়া গিয়েছিল, তার অদূরে একটি পুকুরে সোমবার ভেসে ওঠে ফিরোজের দেহও!

মৃতার পরিবারে তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। পুলিশ সূত্রে খবর, সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার দিন বিকেলে চারজনকে আটক করে পুলিশ। পরে একজনকে ছেড়ে দেওয়া হয়।

গ্রেফতার করা হয় মৃত কিশোরীর বাবা ও দুই দাদাকে। ধৃতদের দশদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই গ্রেফতারির পিছনে রাজনীতির কোনও কারণ আছে বলে দাবি করছে বিজেপি।


সম্পর্কিত খবর