বাংলাহান্ট ডেস্ক: নতুন জীবন শুরু করতে না করতেই বিতর্ক জড়িয়ে ফেললেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা (Nayanthara)। পরিচালক বিঘ্নেশ শিবানের সঙ্গে সদ্য বিয়ে সেরেছেন তিনি। তার পরপরই এক বিশেষ রীতি পালন করতে তিরুমালা মন্দিরে গিয়েছিলেন নবদম্পতি। কিন্তু জুতো পরে মন্দিরে প্রবেশ করায় চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁদের।
গত বৃহস্পতিবার তামিলনাড়ুর এক পাঁচতারা হোটেলে বসেছিল নয়নতারা ও বিঘ্নেশের বিয়ের আসর। শুক্রবার বেঙ্কটেশ্বরের কল্যাণোসত্বম রীতি পালন করতে তিরুমালা মন্দিরে এসেছিলেন দুজনে। এদিন মূল মন্দির সংলগ্ন মাদা স্ট্রিটে জুতো পরে হাঁটতে দেখা গিয়েছে নয়নতারাকে।
দিব্যি জুতো পরেই গটগটিয়ে হেঁটে পাপারাৎজির সামনে পোজও দিতে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে ভক্তরা। মানুষের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে নয়নতারার বিরুদ্ধে।
রাজনৈতিক মহলের তরফেও আপত্তি জানিয়ে বলা হয়েছে, মন্দির কমিটি সত্বর নয়নতারার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন। উল্লেখ্য, মূল মন্দির সংলগ্ন মাদা স্ট্রিটে জুতো পরে হাঁটায় নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে বিভিন্ন ভাষায় একধিক সাইনবোর্ডও লাগানো রয়েছে মন্দিরের বিভিন্ন জায়গায়। মন্দির কমিটির তরফে দর্শনার্থীদের বারংবার আবেদন করা হয় নিয়মাবলী যথাযথ ভাবে পালন করতে।
তা সত্ত্বেও নয়নতারার এত বড় ভুল হয় কীকরে? শুধুমাত্র তিনি সেলিব্রিটি বলেই? মন্দির চত্বরে জুতো পরে হেঁটে এবং ছবি তুলে ঈশ্বরের স্থানকে অবজ্ঞা করেছেন, এই মর্মে আইনি নোটিসও পাঠানো হয়েছে তিরুমালা মন্দিরের তরফে। শোনা যাচ্ছে, নয়নতারা সিদ্ধান্ত নিয়েছেন তিনি সর্বসমক্ষে তাঁর দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নেবেন।
গত ৯ জুন বিয়ের পিঁড়িতে বসেছিলেন নয়নতারা ও বিঘ্নেশ। বিয়ের পর তামিলনাড়ু জুড়ে ১৮ হাজার অনাথ শিশু সহ ১ লাখ দরিদ্র মানুষকে খাবার খাইয়েছেন তাঁরা। পাশাপাশি বিভিন্ন বৃদ্ধাশ্রমেও নাকি খাবার পাঠিয়েছেন নয়নতারা এবং বিঘ্নেশ। তবে এই বিশেষ কাজটা সংবাদ মাধ্যমে প্রকাশ করতে চাননি তাঁরা।