বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় ফিল্মি (Indian Film Industry) দুনিয়ায় এমন অনেকেই আছেন যারা অন্য ধর্মের কারও প্রেমে পড়ে অথবা অন্য ধর্মের (Religion) প্রতি ভালোবাসা থেকে নিজের ধর্ম পরিবর্তন (Converted) করেছেন। বলিউডে তো বটেই পাশাপাশি দক্ষিণী দুনিয়াতেও এই রীতি প্রবল। আসুন আজ বরং জেনে নেওয়া যাক, দক্ষিণী দুনিয়ার ধর্মান্তরিত তারকা কারা?
নয়নতারা (Nayanthara) : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির লেডি সুপারস্টার নয়নতারা এখন খবরের শিরোনামে। অনেকেই হয়ত জানেন যে এই ‘জওয়ান’ নায়িকা একজন হিন্দু। তবে যেটা জানেননা তা হল, জন্মসূত্রে নয়নতারা খ্রিস্টান ছিলেন। নয়নতারার আসল নাম ডায়ানা মারিয়াম কুরিয়েন। তিনি চেন্নাইয়ের আর্য সমাজ মন্দিরে 7 আগস্ট, 2011-এ হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন এবং তারপর থেকে হিন্দু ধর্ম পালন করছেন।
জ্যোথিকা (Jyothika) : সাউথ সুপারস্টার সূরিয়ার স্ত্রী জ্যোথিকার নামও রয়েছে তালিকায়। তার বাবা পাঞ্জাবি ও মা মুসলিম। নায়িকার জন্মের পর তার বাবা-মা তার নাম রাখেন সাদনা। যেহেতু বাবা-মা দুজনই ভিন্ন ধর্মের, তাই তিনি দুই ধর্মই পালন করতেন। তবে শোনা যায় বিয়ের পর থেকে হিন্দু ধর্মকেই আপন করে নিয়েছেন তিনি।
খুশবু (Khushboo) : এই তালিকায় নাখাত খান অর্থাৎ খুশবুর নামও রয়েছে। তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। খুশবু চলচ্চিত্র প্রযোজক সুন্দর সিকে বিয়ে করেন এবং এরপর তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন।
নাগমা (Nagma) : ভারতীয় ফিল্মি দুনিয়ায় নাগমার অবদান অনস্বীকার্য। তবে তার আসল নাম নন্দিতা অরবিন্দ মোরারজি। পরবর্তী সময়ে খ্রিস্টান ধর্মে তার আগ্রহ জন্মায় এবং তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন।
মনিকা (Manika) : এই তালিকায় শেষ নামটি হল অভিনেত্রী মনিকার। যার বাবা ছিলেন হিন্দু এবং মা ক্যাথলিক খ্রিস্টান। তিনি এই উভয় ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে এমজি রহিমা রাখেন।