মান বাঁচাতে উদ্যোগী রাজ্য! এবার কলকাতায় বাইরেও মিলবে এই ‘বিশেষ’ সুবিধা, স্বস্তির নিঃশ্বাস মহিলাদের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারের উদ্যোগে কিছুদিন আগে হাওড়া স্টেশন থেকে মহিলাদের জন্য বিশেষ বাস পরিষেবা চালু করা হয়। এবার কলকাতার বাইরে মহিলাদের জন্য বিশেষ বাস পরিষেবা শুরু করল রাজ্য সরকার। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC Ladies Special Bus) তিনটি লেডিস স্পেশাল বাস চালাবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (NBSTC Ladies Special Bus) লেডিস বাসের প্ল্যানিং

সূত্রের খবর, তিনটি রুটে পরীক্ষামূলকভাবে লেডিস স্পেশাল বাস পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC Ladies Special Bus)। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বৃহস্পতিবার জানান, গোটা রাজ্যে উত্তরবঙ্গে এই প্রথম এমন উদ্যোগ শুরু হচ্ছে।

   

NBSTC Ladies Special Bus

 

শিলিগুড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। বোর্ড মিটিংয়ের পর সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, এই লেডিস স্পেশাল বাস পরিষেবা শুরু হবে পুজোর আগেই। জানা গেছে, এই লেডিস স্পেশাল বাসগুলি (NBSTC Ladies Special Bus) চলবে মূলত অফিস টাইমে।

আরোও পড়ুন : টালা থানার ওসি গ্রেফতার হতেই বিপাকে বিনীত গোয়েল? বিরাট পদক্ষেপের পথে CBI! তোলপাড়

আপাতত উত্তরবঙ্গের তিনটি রুটে পরীক্ষামূলকভাবে এই বাস পরিষেবা শুরু করা হবে। পাইলট প্রজেক্ট হিসাবে কোচবিহার থেকে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে দিনহাটা এবং শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি রুটে এই বাস পরিষেবা শুরু হবে। নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামি দিনে আরো বিভিন্ন রুটে এই ধরনের লেডিস স্পেশাল বাস পরিষেবা শুরু করা হবে।

NBSTC Ladies Special Bus

মহিলাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি মাথায় রেখে শুরু করা হচ্ছে এই বিশেষ বাস পরিষেবা (Bus Service)। জানা গেছে, সিসিটিভি ক্যামেরা থেকে অন্যান্য উপযুক্ত ব্যবস্থা থাকবে বাসের মধ্যে। তবে কোন কোন সময়ে (Timing) এই বাস পরিষেবা দেবে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর