সারার বাড়িতে পৌঁছাল NCBর টিম, মাদক মামলায় সমন পেলেন অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) মাদক (drugs) মামলায় গভীর ভাবে জড়ালেন সারা আলি খান (sara ali khan)। নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর (NCB) জেরায় রিয়া চক্রবর্তী সারার নাম নিয়েছেন। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারাও নেশা করতেন। এই খবর প্রকাশ‍্যে আসার পর থেকেই হইচই শুরু হয় নেটদুনিয়ায়। অবশেষে সমন জারির জন‍্য সারা আলি খানের বাড়ি পৌঁছল NCB।

সবে মাত্র জানা গিয়েছে, সারা আলি খানের বাড়িতে গিয়েছে NCB এর একটি টিম। মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন‍্য সমন পেলেন সারা। এবার রিয়ার মতোই NCB এর জেরার মুখে পড়তে হবে অভিনেত্রীকে। তবে কোনদিন তাঁকে জেরার জন‍্য ডাকা হয়েছে তা এখনো জানা যায়নি।


এর আগে মাদক যোগে NCBর জেরায় রিয়া সারা আলি খান রকুল প্রীত সিংয়ের নাম নিয়েছেন। এই খবর প্রকাশ‍্যে আসতেই তুমুল হইচই শুরু হয় সোশ‍্যাল মিডিয়ায়। সারা ও রকুলকে কার্যত তুলোধনা করে নেটিজেনরা।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের তরফে দাবি করা হয় NCBর জেরায় সারা আলি খান ও রকুল প্রীতের নাম নিয়েছেন রিয়া। এরা দুজনেই নিয়মিত মাদক নেন বলে নাকি দাবি করেন রিয়া।

সম্প্রতি রিয়া ফের দাবি করেন, কেদারনাথ ছবির শুটিংয়ে নাকি নেশা করেই থাকতেন সুশান্ত ও সারা আলি খান। এর আগেই মাদক মামলায় সারার নাম নিয়েছিলেন রিয়া। সেই সূত্রে চলতি সপ্তাহেই সারা, শ্রদ্ধা কাপুরকে ডেকে পাঠাতে পারে NCB। এমনটাই খবর আগে জানা গিয়েছিল।

এছাড়াও প্রকাশ‍্যে এসেছে একটি গোপন ভিডিও যেখানে সুশান্তের সঙ্গে বসে সারাকে ধূমপান করতে দেখা যাচ্ছে। ওই বাগান বাড়িতেই ভিডিওটি শুট করা হয়েছে বলে খবর। নেটিজেনদের সন্দেহ সারা ও সুশান্ত আদৌ কি ধূমপান করছিলেন? নাকি মাদক সেবন করছিলেন? আশা করা যাচ্ছে NCBর জেরায় আসল সত‍্যিটা উঠে আসবে।

সম্পর্কিত খবর

X