‘বশপন কা পেয়ার” গান গাইতে গাইতে প্যারেড NCC ক্যাডেটদের, তুমুল ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অথচ “বশপন কা পেয়ার” এখনও আপনার সামনে আসেনি এমনটা বোধহয় অসম্ভব। ১২ বছরের সহদেব ডিরডোর এই গান এখন ফিরছে সকলের মুখে মুখে। দু’বছর আগে স্কুলের একটি অনুষ্ঠানে গানটি গেয়েছিল সহদেব। তারপর তার স্কুলের শিক্ষকের হাত ধরেই ভাইরাল হতে শুরু করে ভিডিওটি। আঞ্চলিক ছবির এই গানটি আগে কতজন শুনেছিলেন তা জানা নেই, কিন্তু এখন তা ফিরছে অনেকেরই মুখে মুখে।

রাতারাতি রীতিমতো স্টার হয়ে গেছে সহদেবও। ন লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন এই ভিডিওটি। সাড়ে চার লক্ষ মানুষ পছন্দ করেছেন এবং তাদের রিঅ্যাকশন জানিয়েছেন। এবার এর প্রভাব পড়তে দেখা গেল এনসিসি ক্যাম্পেও। সাধারণত কঠোর নিষ্ঠা এবং অনুশাসনের মধ্যে দিয়ে ভাবি প্রজন্মের সেনারা তৈরি হন এনসিসি ক্যাম্পে। কিন্তু তাদেরও তো বিনোদন রয়েছে, ভালো লাগে সময়-অসময়ে নিজের মনের কথা গানের মাধ্যমে ফুটিয়ে তুলতে।

সেই সূত্র ধরেই এবার এনসিসি ক্যাম্পে ক্যাডেটদের মার্চিং করতে দেখা গেল এই গান গাইতে গাইতে। গলা মিলিয়ে ছিলেন সকলেই। একদিকে চলছে প্যারেড, অন্যদিকে গলায় ‘বশপন কা পেয়ার’। সহদেবের ভিডিওটির মতই এই ভিডিওটিও এখন রীতিমত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নানা ধরনের মতামত তুলে ধরছেন নেট নাগরিকরা।

কেউ কেউ যখন রেগে গিয়ে বলছেন, “কী হচ্ছে এটা, এসব চলতে পারে না?” কেউ কেউ আবার এই এনসিসি ক্যাডেটদের পক্ষে, তাদের মতে “অল্প একটু আনন্দ চলতেই পারে, এতে ক্ষতি কিছু নেই। সবকিছু বিচারকের চোখে দেখা বন্ধ করুন।” সব মিলিয়ে ইতিমধ্যেই ভিডিওটি যে মারাত্মক জনপ্রিয় হয়ে উঠেছে এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর