অযোগ্য মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি বাঁচাচ্ছে! কালিয়াগঞ্জ কাণ্ডে রাজ্যকে তোপ NCPCR-র

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে (Kaliyaganj) নাবালিকাকে ধর্ষণ করে খুনের (Minor Girl Death) অভিযোগে গত দু’দিন ধরে তোলপাড় গোটা রাজ্য। শাসক-বিরোধীর পর এবার এই ইস্যুতে জাতীয় এবং রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের মধ্যে শুরু তরজা। এদিন সাহেবঘাটায় নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে করলেন NCPCR-এর চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো (Priyank Kanoongo)। আর সেখান থেকেই বিস্ফোরক মন্তব্য তার। সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘অযোগ্য’ বলে তোপ কানুনগোর।

এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় সার্কিট হাউজের সামনে এক সাংবাদিক বৈঠক করেন NCPCR-এর চেয়ারপার্সন। সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। পাশাপাশি, কানুনগোর অভিযোগ করেন, আগে থেকে জানানোর পরও এই ঘটনার তদন্তকারী আধিকারিক NCPCR-এর দলের সঙ্গে দেখা করতে আসেননি।

কানুনগোর সংযোজন, ‘আমরা সকালে গিয়ে নাবালিকার মা, অন্যান্য পরিজন, বান্ধবী, খুড়তুতো বোন, বাবার সঙ্গে কথা বলেছি। তারা সবাই আমাদের কাছে তাদের বক্তব্য রেকর্ড করিয়েছেন’। এরপরেই মামলার তদন্তকারী আধিকারিক ও নাবালিকার দেহের ময়নাতদন্তকারী চিকিৎসকের ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘আমরা ২ দিন আগেই প্রশাসনকে জানিয়েছিলাম, NCPCR-এর প্রতিনিধি দল মামলার তদন্তকারী আধিকারিক ও সেই চিকিৎসকের সঙ্গে দেখা করতে চায়। সাড়ে ১১টায় তাদের সঙ্গে দেখা করতে চাইলেও কেউ আমাদের সঙ্গে দেখা করেননি। ”

তিনি আরও বলেন, ‘নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত তাদের পরিবারের কারও বয়ান পুলিশ নথিভুক্ত করেনি।’ তাই রাজ্য পুলিশ যতক্ষণ নির্যাতিতার পরিবারের সদস্যদের বয়ান না নিচ্ছে ততক্ষণ এব্যাপারে কোনও সিদ্ধান্তে আসা সম্ভব নয় বলেও রবিবার জানান প্রিয়ঙ্ক কানুনগো।

priyank kanoongo

অন্যদিকে, রবিবার সকালেই জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনকে কটাক্ষ করে এক টুইট করে রাজ্য কমিশন। সেখানে লেখা, “১৪৪ ধারা লঙ্ঘন করে কালিয়াগঞ্জে গিয়েছে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের দল। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের এই ভূমিকা লজ্জাজনক। যেভাবে NCPCR-এর চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো রাজ্যের শিশু ও মহিলাদের সম্পর্কে মন্তব্য করছেন, তা দুর্ভাগ্যজনক। তথ্য যাচাই না করেই তিনি উস্কানিমূলক মন্তব্য করছেন তিনি। তাঁ
র এই ধরনের মন্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ক্ষতিকর হতে পারে। যাদের শিশুদের অধিকার রক্ষার কথা, তারাই শিশুর মৃতদেহ নিয়ে রাজনীতি করছে। আইন ভেঙে রাজ্যের কমিশনকে অগ্রাহ্য করে রাজ্যকে বদনাম করার চেষ্টা হচ্ছে।”এই প্রসঙ্গে NCPCR-এর চেয়ারম্যানের প্রতিক্রিয়া চাইলে প্রিয়ঙ্ক কানুনগো বলেন, ‘একজন অযোগ্য মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় একটি অযোগ্য সরকারের হয়ে কাজ করছে এমন কোনও অযোগ্য কর্তৃপক্ষ সম্পর্কে আমি কোনও মন্তব্য করি না’।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর