যৌন শোষণের মামলায় দেশের শীর্ষে মধ্যপ্রদেশ, নাবালিকাদের জন্য হয়ে উঠেছে নরক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দেশের এমন একটি তালিকায় মধ্যপ্রদেশের নাম সবার আগে উঠেছে, যেখানে অন্য কোন রাজ্য নিজের নাম তুলতে চায়না। দেশে সবথেকে বেশি ধর্ষণের মামলায় মধ্যপ্রদেশের নাম সবার আগে। সবথেকে লজ্জাজনক পরিসংখ্যান নাবালিকাদের নিয়ে এসেছে। দেশে নাবালিকাদের সাথে ধর্ষণের মোট মামলার এক তৃতীয়াংশ শুধু মধ্যপ্রদেশেই হয়েছে। ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) এর জারি করা পরিসংখ্যানে এই তথ্য সামনে আসে।

এই বছর শুধু মধ্যপ্রদেশ থেকে ৫৫৯৯ ধর্ষণের ঘটনা সামনে এসেছে। এই পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ এর থেকে ১৪.৬ শতাংশ বেড়েছে।  ২০১৬ সালে মধ্যপ্রদেশে ৪৮৮২ টি ধর্ষণের মামলা দায়ের হয়েছিল। ২০১৫ সালেও মধ্যপ্রদেশ এই তালিকায় প্রথম স্থানে ছিল। ২০১৫ সালে মধ্যপ্রদেশে ৪৩৯১ টি ধর্ষণের মামলা দায়ের হয়েছিল।

এই পরিসংখ্যানে এটা স্পষ্ট যে, মধ্যপ্রদেশে শুধু নাবিলেকারাই না, বয়স্ক মহিলারাও দুষ্কর্মের শিকার হয়েছেন। আর আট থেকে ৮০ কেউ সুরক্ষিত না। যেই মামলা দায়ের হয়েছে, সেগুলোর মধ্যে সবথেকে বেশি যৌন শোষণের মামলা ৬ থেকে ১৮ বছরের নাবিলাকাদের সাথে আর ৪৫ থেকে ৬০ বছরের বয়স্ক মহিলাদের সাথে ঘটেছে।

দেশে নাবালিকাদের বিরুদ্ধে ধর্ষণের ঘটনা সবথেকে বেশি চিন্তার বিষয়। ছয় বছরের কম বয়সের বাচ্চাদের সাথে ধর্ষণের মামলায় মধ্যপ্রদেশ দ্বিতীয় স্থানে আছে, আর প্রথম স্থানে আছে উত্তর প্রদেশ। আরেকদিকে ধর্ষণের মামলায় এক নম্বরে আছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে ৬ থেকে ১২ বছরের বাচ্চাদের সাথে ধর্ষণের ২০৭ টি মামলা দায়ের হয়েছে। তরুণীদের সাথে ধর্ষণের ১২৭৫ টি মামলা আর ১৬ থেকে ১৮ বছরের নাবালিকাদের সাথে ধর্ষণের ১৫৫০ টি মামলা দায়ের আছে।

X