বধূ নির্যাতনে ভারত সেরা বাংলা! NCRB’র রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলাহান্ট ডেস্ক : ২০২১ সালে সারাদেশের মধ্যে স্বামী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে সবথেকে বেশি আক্রান্তের শিকার হয়েছেন বাংলার মহিলারা।গার্হস্থ্য হিংসা সংক্রান্ত রিপোর্টে “এগিয়ে বাংলা!” ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে এক বছরে ভারতীয় দণ্ডবিধি ৪৯৮এ ধারায় ১৯ হাজার ৯৫২টি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের পর অবস্থান উত্তরপ্রদেশের। তালিকায় তিন নম্বর এ রয়েছে রাজস্থান।পূর্বে ২০১৯ সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে ছিল তৃতীয় স্থানে। ২০২১ এ তা উঠে এলো পয়লা নম্বরে। রিপোর্ট অনুযায়ী তালিকায় দ্বিতীয় নম্বরে থাকা যোগীরাজ্য উত্তর প্রদেশে এক বছরে ১৮ হাজার ৩৭৫টি মামলা দায়ের করা হয়েছে।১৬ হাজার ৯৪৯টি গার্হস্থ্য হিংসার ঘটনা দায়ের হয়েছে রাজস্থানে।

গার্হস্থ্য হিংসার ঘটনা সব থেকে কম গোয়ায়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে গোয়াতে মাত্র একটি গার্হস্থ হিংসার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী এই ধরনের ঘটনা নাগাল্যান্ডের দুটি ও সিকিমে তিনটি ঘটেছে। পরিসংখ্যান অনুযায়ী বেশ উদ্বেগ জনক অবস্থানে রয়েছে বাংলা। পশ্চিমবঙ্গে প্রতি এক লক্ষ মহিলার মধ্যে ৪১.৫০ জন শিকার হচ্ছেন গার্হস্থ হিংসার।যেখানে সারা দেশে গার্হস্থ্য হিংসার গড় ২০.৫০ সেখানে এই রাজ্যে এধরনের ঘটনার গড় দ্বিগুণের চেয়ে বেশি।পশ্চিমবঙ্গে গার্হস্থ্য হিংসার গড় ৪১.৫০।

উল্লেখ্য দেশের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় এই ধরনের ঘটনা অনেকটাই কম। গত বছর কলকাতায় দায়ের করা হয়েছে ৮৪১টি গার্হস্থ্য হিংসার অভিযোগ।সেখানে দিল্লিতে ৪ হাজার ৬৭৪,হায়দরাবাদে ১ হাজার ৬৭৮ এবং লখনওয়ে ১ হাজার ১০১ জন মহিলা স্বামী বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে অত্যাচারের শিকার হয়েছেন।rape molestation

এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর রাজ্যের মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রিপোর্ট থেকে একটি বিষয়ে স্পষ্ট যে পশ্চিমবঙ্গের মহিলারা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগটা অন্তত জানাতে পারেন। এটা অস্বীকার করার জায়গা নেই যে এখনো বিপুল মাত্রায় গার্হস্থ হিংসার ঘটনা ঘটে চলেছে। কিন্তু সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মহিলারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারেন যা অন্যান্য রাজ্যে হয় না।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর