বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, নদিয়া জেলার হাঁসখালিতে এক নাবালিকা মেয়ের ধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি আর এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিতর্ক যে আরো বৃদ্ধি পেয়েছে, তা বলাই বাহুল্য। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে আসরে নামলেন রাষ্ট্রীয় মহিলা আয়োগ (NCW)। এদিন NCW প্রধান রেখা শর্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন যে, একজন মহিলা মুখ্যমন্ত্রীর অন্য মহিলার ব্যথা বোঝা উচিত।
মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার হাঁসখালি কাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “শোনা যাচ্ছে যে একটি নাবালিকা ধর্ষণের কারণে মারা গেছে, আপনারা কি এটাকে ধর্ষণ বলবেন? সে কি গর্ভবতী ছিলো নাকি কোনো প্রেমের সম্পর্ক ছিল? আমি পুলিশকে জিজ্ঞাসা করছি। অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। আমাকে বলা হয়েছে যে ছেলেটির সাথে মেয়েটির সম্পর্ক ছিল।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, “তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো এবং পরিবার এর সম্পর্কে অবগত ছিলো বলে জানা গেছে। যদি কোনো যুগল সম্পর্কে থাকে তবে আমি কি এটা বন্ধ করতে পারি? এটা উত্তরপ্রদেশ নয় যে এখানে লাভ জিহাদ বিরোধী অভিযান চলবে। এটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা। তবে কোনো খারাপ কাজ করলে পুলিশ দোষীদের গ্রেপ্তার করবে।”
এরপর থেকেই বিরোধী দল হতে রাজ্যের একাধিক বিশিষ্টজনেরা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে মুখ খোলেন। আর এবার সেই দলে সামিল হলেন রাষ্ট্রীয় মহিলা আয়োগ প্রধান রেখা শর্মা। এদিন, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায়। বিজেপি নেতা এবং বাংলার সহ-ইনচার্জ অমিত মালব্য বলেন যে, “মুখ্যমন্ত্রী নিজেই নির্যাতিতাকে নিয়ে প্রশ্ন তুলেছেন, এটি খুব দুঃখের। অভিযুক্ত যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতার ছেলে, তাই তিনি এমন কথা বলেছেন।”