বাংলা হান্ট ডেস্কঃ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) বিরুদ্ধে এক মডেল দ্বারা ধর্ষণের অভিযোগ ওঠানোর পর রাষ্ট্রীয় মহিলা কমিশন নড়েচড়ে বসে। কমিশন বলে, আমরা মুম্বাইয়ের এক মডেল দ্বারা হেমন্ত সোরেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠানোর খবর শুনতে পারছি। মডেল অভিযোগ করে বলেছেন যে, ২০১৩ সালে হেমন্ত সোরেন আর সুরেশ নাগরে নামের এক ব্যক্তি দ্বারা শুধু তাকে ধর্ষণই করা হয়নি, তার পরিবারকেও লাগাতার হুমকি দিয়ে যাওয়া হয়েছে। মডেলকে হুমকি দেওয়ার হয়েছিল যে, এই ঘটনার কথা প্রকাশ্যে আসলে তাকে পরিণাম ভুগতে হবে।
NCW has come across a media report regarding a Mumbai-based model who has alleged that she was not only raped by Hemant Soren (Jharkhand CM) & Suresh Nagre in 2013 but she and her family were also constantly threatened against speaking about the alleged incident in public: NCW pic.twitter.com/gwfD2WlID1
— ANI (@ANI) December 17, 2020
কমিশনের স্টেটমেন্টে বলা হয়েছে, আমরা রিপোর্ট পাচ্ছি যে, নির্যাতিতা মডেলের চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই চিঠিতে সাত বছর আগের সমস্ত ঘটনার কথা উল্লেখ কর আছে। এই নিয়ে মহিলা কমিশনের সভাপতি রেখা শর্মা মহারাষ্ট্রের ডিজিপির কাছে তথ্য চেয়েছেন।
It is also reported that the viral letter, reportedly written by the victim, contains details of incidents that have occurred in the last seven years. NCW Chairperson has written to Maharashtra DGP seeking detailed action taken report of the case which was filed in 2013: NCW https://t.co/ISuOcIxcUB
— ANI (@ANI) December 17, 2020
উল্লেখ্য, এই মামলা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। ‘জাস্টিস ফর আয়েশা” নামে অভিযান চালানো হচ্ছে। সবাই মুম্বাই পুলিশের কাছে আয়েশাকে সুরক্ষা দেওয়ার দাবি তুলেছে। #justiceforayesha বুধবার রাতে ভারতে টপ ট্রেন্ডিং ছিল।