বাংলাহান্ট ডেস্ক : দার্জিলিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রী বোঝাই গাড়ি। যাত্রীদের মধ্যে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে । আরো চারজন গুরুতর ভাবে আহত হয়েছেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে সিপাইদুরার কাছে একটি খাদে সোমবার এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর যুদ্ধকালীন পরিস্থিতিতে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, যাত্রী বোঝাই একটি ছোট গাড়ি সোমবার দুপুরে শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে যাচ্ছিল। দার্জিলিং এ প্রবেশ করার পর ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি। জানা গেছে ছোট এই গাড়িটিতে ছিলেন মোট সাতজন যাত্রী। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। বাকি চার জন যাত্রীকে উদ্ধার করে পাঠানো হয় দার্জিলিং জেলা হাসপাতালে। জানা গিয়েছে উদ্ধারের সময় আহত এই চার যাত্রী আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, যে তিনজন যাত্রী মারা গেছেন তারা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। গোলাবাড়ি ও সোনাদার বাসিন্দা হলেন দুজন মৃত যাত্রী। বাকি একজনের সঠিক পরিচয় পাওয়া যায়নি। কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে প্রশাসন।